For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দোহারে বিদ্যালয়ের শ্রেণি কক্ষে হামলা: পৌরসভার সাবেক কমিশনার গ্রেফতার

Published : Monday, 20 May, 2024 at 7:57 PM Count : 163

ঢাকার দোহার উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ের শ্রেণি কক্ষে হামলা ও মারপিটের ঘটনায় প্রধান আসামি দোহার পৌরসভার সাবেক কমিশনার ও ঢাকা জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য রকিবুল হাসান রকিব ওরফে রাহিম (৫৮) কে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

গ্রেফতাকৃত আসামি পৌরসভার সাবেক কমিশনার রকিবুল হাসান রকিব দোহারের মৃত ওমেদ আলী চোকদারের ছেলে। 

সোমবার (২০ মে) দুপুরে দোহার সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আশরাফুল আলম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

মো. আশরাফুল আলম জানান, উপজেলার সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে গত রবিবার (১৯ মে) টিফিন চলাকালে শ্রেণি কক্ষের বেঞ্চে অশুভনীয় ভাষায় কিছু কথা লেখাকে কেন্দ্র করে দশম শ্রেণির (ক) শাখার ছাত্র সাকিবুল ও সাহেনশাহর মধ্যে তর্ক বিতর্ক ও হাতাহাতি হয়। পরবর্তীতে প্রধান আসামি রকিবুল হাসান রকিব ওরফে রাহিমের নেতৃত্বে ও হুকুমে সাহেনশাহ, সাফায়েত, স্বরনসহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জন দশম শ্রেণির (ক) শাখার শ্রেণি কক্ষে প্রবেশ করে এলোপাথারীভাবে উক্ত ক্লাসের ছাত্র নাজিউর, সাকিবুল, আরাফাত, নাঈম, সিয়ামসহ আরো কয়েক জনকে আঘাত করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা ও দাগযুক্ত বেদনাদায়ক জখম করে। এসময় শ্রেণি কক্ষে থাকা শিক্ষক মো. বোরহান উদ্দিন মারপিটে বাধা দিলে তাকেও মেরে নীলাফুলা ও দাগযুক্ত বেদনাদায়ক জখম করে আসামি রকিবুল হাসান রকিব ও তার নেতৃত্বে থাকা অন্যান্যরা। পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা বাধা দিলে তাদেরকেও অকথ্য ভাষায় গালিগালাজসহ মারার জন্য আক্রমণ করে এবং বিদ্যালয় বন্ধ করে দেওয়াসহ বিদ্যালয় থেকে বের হলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদর্শন করে। এঘটনায় বিদ্যালয়ে আতঙ্ক সৃষ্টি হলে ছাত্র-ছাত্রীরা ভয়ে ছোটাছুটি করে বিদ্যালয় ত্যাগ করে।
পরে উক্ত ঘটনায় সুতারপাড়া আব্দুল হামেদ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক নগেন্দ্র কুমার সিংহ (৫৫), উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ছাগের আলী, গোলাম মোস্তফা, বায়জিদ হোসেন, আব্দুল হাকিম ও  সাহেরা বানু উপস্থিত হয়ে প্রধান আসামি রকিবুল হাসান রকিব, সাহেনশাহ (১৬), সাফায়েত (২২), স্বরন (১৮) সহ অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে দোহার থানায় মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ-১৯/০৫/২০২৪।

এআরএস/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,