For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশির টিনের চাল ফুটো

Published : Tuesday, 14 May, 2024 at 4:20 PM Count : 99

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে এক বাংলাদেশী নাগরিকের রান্না ঘরের চাল ফুটো হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ধুলারকুটি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩১ এর পাশে। 

খবর পেয়ে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গোরকমন্ডল ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলামসহ বিজিবির একটি টিম রবিবার রাত সাড়ে ১২ টার দিকে ওই বাংলাদেশির বাড়ীতে গিয়ে ফুটো টিনের চাল পরিদর্শন করে বিএসএফের ছোঁড়া গুলিটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে বিষয়টি লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নে অবগত করার পর সোমবার সকালে বিএসএফকে কড়া প্রতিবাদ জানালে এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬ টায় ওই সীমান্তে বিজিবি-বিএসএফের কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।   

সীমান্তবাসী প্রত্যক্ষদর্শী শাহালম মিয়া ও আব্দুল কুদ্দুসসহ অনেকেই জানান, কেটে নেয়া ধান গাছের অবশিষ্ট খড় সংগ্রহের জন্য ১২ মে বিকাল সাড়ে পাঁচটার দিকে কয়েকজন সীমান্তবাসী নারী ভারতীয় নোম্যান্সল্যান্ডে যান। এসময় ভারতীয় নারায়নগঞ্জ ক্যাম্পের টহলরত এক বিএসএফ সদস্য তাদের ধাওয়া করে। খড় সংগ্রহে যাওয়া নারীরা দৌড়ে বাংলাদেশের ভূখন্ডে প্রবেশ করলে ওই বিএসএফ সদস্যও তাদের পিছু নিয়ে প্রায় ২০ থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যান্তরে প্রবেশ করে। এক পর্যায়ে রাইফেল উঁচিয়ে ওই নারীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি বর্ষণ করে দ্রুত ভারতের ভিতরে চলে যায় বিএসএফ সদস্য।

সেই গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে সীমান্ত ঘেষা নুর আলম বাচ্চুর বাড়ীর রান্না ঘরের চাল ফুটো হয়ে মেঝেতে ছিটকে পড়ে। এ সময় রান্না ঘরে থাকা বাচ্চুর ছেলের বউ গুলির বিকট শব্দে আতঙ্কিত হয়ে পড়েন। পরে গুলির বিকট শব্দে সীমান্তবাসীরাও আতঙ্কিত হয়ে ছোটাছুটি করতে থাকে। নুর আলম বাচ্চুর পুত্রবধু শাকিলা আক্তার ইতি রান্না ঘরের মেঝে থেকে এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করেন। খবর পেয়ে রাত সাড়ে ১২ টার দিকে পাশ্ববর্তী গোরকমন্ডল ক্যাম্পের বিজিবির সদস্যরা ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত গুলি জব্দ করে ক্যাম্পে নিয়ে যায়।
নুর আলম বাচ্চু জানান, ওই সময় আমার পুত্রবধূ রান্না ঘরেই ছিল। ভাগ্যিস গুলিটা তাকে লাগেনি। মাঝে মধ্যেই ভারতীয় বিএসএফ এভাবে বাংলাদেশে ঢুকে নিরীহ গ্রামবাসী উপর অত্যাচার চালায়। আমরা সব সময় বিএসএফ আতঙ্কে থাকি। এ রকম অনাকাঙ্ক্ষিত গুলি বর্ষণের ঘটনার তদন্তসহ কড়া প্রতিবাদ হওয়া উচিত। 

এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফ জানান, এ ঘটনায় সোমবার (১৩ মে) সন্ধ্যা ছয়টায় ওই সীমান্তে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিজিবি'র পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়নের অধীন শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার নরেশ চন্দ্র রায় এবং বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ৯০ বিএসএফ ব্যাটলিয়নের নারায়নগঞ্জ কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর রমন সিং। বৈঠকে সীমান্তে বিনা উস্কানিতে গুলি বর্ষণের কারণ জানতে চেয়ে বিজিবি কড়া প্রতিবাদ জানালে বিএসএফ সীমান্তের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা পূর্বক  আবারও পতাকা বৈঠকের মাধ্যমে গুলি বর্ষণের কারণ জানাতে চেয়েছে। বর্তমানে ওই সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

এসিআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,