For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দিনাজপুরে দূর্ঘটনায় পুলিশের এসআইসহ নিহত ৩

Published : Thursday, 9 May, 2024 at 10:05 PM Count : 142

দিনাজপুরে এইকদিনে ট্রাকের ধাক্কায় পুলিশের এসআই, ট্রেনে কাঁটা পড়ে শিক্ষক ও কাভার্ডভ্যানের ধাক্কায় এক জেলে নিহত হয়েছে। এই ঘটনায় এক পুলিশসহ ৪জন আহত হয়েছে। 

নিহতরা হলেন- ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার দোগাছি গ্রামের বাসিন্দা ও দিনাজপুর কোতয়ালী থানার এসআই মমতাজ আলী, নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম (৭০) ও পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে সামসুল হক (৭০) তিনি পেশায় একজন জেলে ছিলেন।

কোতায়ালী থানার ওসি ফরিদ হোসেন জানান,বৃহস্পতিবার বিকেলে কোতয়ালী থানার এসআই মমতাজ আলী ও এএসআই মোঃ জলিল একটি মামলা তদন্তের জন্য মোটর সাইকেল যোগে দশ মাইল মোড়ের দিকে যাচ্ছিলেন। এএসআই মোঃ জলিল মোটর সাইকেল চালাচ্ছিলেন ও এসআই মমতাজ আলী পিছনে বসে ছিলেন। বিকেলে ৫ টার সময় সদর উপজেলার ১ নং চেহেলগাজী ইউনিয়নের নশিপুর স্কুল এন্ড কলেজের সামনে পিছন দিক থেকে একটি ট্রাক তারেদরকে ধাক্কা দিলে পালিয়ে যায়। এতে ঘটনা স্থলেই এসআই মমতাজ আলী মারা যান। আহত অবস্থায় এএসআই মোঃ জলিলকে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়েছে। 

অপরদিকে ফুলবাড়ী পৌরসভা ৬ নং ওয়ার্ডে স্বজনপুকুর গ্রামের রেললাইনে উপর পার্ব্বতীপুরগামী তিতুমীর এসপ্রেসে  ১২ টা ৫০ দিকে ট্রেনে কাটা পড়ে মারা যান নবাবগঞ্জ উপজেলার শালঘড়িয়া গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে অবসর প্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম (৭০)।
একই দিনে সকাল ৮টার দিকে ফুলবাড়ী-বিরামপুর আঞ্চলিক মহাসড়কের বারোকোনা নামক স্থানে কাভার্ডভ্যানের ধাক্কায় পার্বতীপুর উপজেলার হরিরামপুর আবাসনের বাসিন্দা মৃত মজিবর রহমানের ছেলে সামসুল হক (৭০) নিহত হয়েছেন।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, কাভার্ডভ্যানটির চালক ও তার সহকারী পলাতক রয়েছে। নিহতের লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এএইচএম/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,