For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন

Published : Thursday, 9 May, 2024 at 1:02 PM Count : 402

গাজীপুরেকালীগঞ্জ উপজেলা পরিষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আমজাদ হোসেন স্বপন। তিনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৪৩ হাজার ৪৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আমজাদ হোসেন স্বপন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য। 

বুধবার রাত সাড়ে ১০টায় উপজেলার সব কেন্দ্রের ভোট গণনা শেষে সহকারী রিটার্নিং অফিসার ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম তাকে বিজয়ী ঘোষণা করেন।

আমজাদ হোসেনের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী দোয়াত কলম প্রতীকের এ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান। তিনি পেয়েছেন ৩৩ হাজার ৩৫৬ ভোট।

অন্যদিকে, ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন মোজাম্মেল হক। তিনি টিয়া পাখি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তিনি ৩১ হাজার ৫৫৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীকের আবু জাফর মুহাম্মদ শামসুল হুদা। তিনি পেয়েছেন ২৭ হাজার ৪৬৬ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৮ হাজার ১৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন হাঁস প্রতীকের জুয়েনা আহমেদ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলস প্রতীকের শর্মিলী দাস পেয়েছেন ৩০ হাজার ৫২০ ভোট।

কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের ৯০টি ভোট কেন্দ্রের ৫৪৫টি কক্ষে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। 

এ উপজেলার ভোট ভোটার দুই লক্ষ ৪৭ হাজার ২০৪ জন। তাদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা এক লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন। নারী ভোটারের সংখ্যা এক লক্ষ ২১ হাজার ৪৩৩ জন ও হিজড়া ভোটার দু'জন।

-আরএস/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,