For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রাজশাহীর বাজারে উঠেছে লিচু, দাম চড়া

Published : Wednesday, 8 May, 2024 at 5:08 PM Count : 155

সপ্তাহখানেক বাদেই শুরু হচ্ছে মধুমাস জ্যৈষ্ঠ। তবে তার আগেই রাজশাহীর বাজারে উঠতে শুরু করেছে লিচু। নতুন ওঠায় দাম অনেক চড়া। প্রতি ১০০ পিস লিচু বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।

রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে, রাজশাহীতে এবার ৫৩০ হেক্টর জমিতে লিচুর চাষ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে তিন হাজার ৮০০ মেট্রিক টন। তবে বৈরী আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ নিয়ে সংশয় রয়েছে।

বুধবার সরেজমিন দেখা গেছে, মহানগরীর সাহেববাজার, বিন্দুরমোড়, লক্ষ্মীপুর, স্টেশন ও শালবাগান বাজার ছাড়াও শিরোইল বাস টার্মিনাল সংলগ্ন বিভিন্ন সড়কের দুপাশে লিচু বিক্রি করছেন ব্যবসায়ীরা। বছরের প্রথম ফল হিসেবে শখ করে বেশি দামে কিনছেন অনেকেই।

বুধবার সকালে রাজশাহীর সাহেব বাজারে লিচু নিয়ে এসেছেন জাকির হোসেন। তিনি বলেন, পবা উপজেলার ভুগরইল এলাকার লিচু এগুলো। এগুলো প্রতিবছরই প্রথমে ওঠে। এবারও উঠেছে। এখন স্বাদও মিষ্টি আছে। প্রথম দিনে ১০০ লিচুর দাম ধরা হয়েছে ৩০০ টাকা।
তিনি আরও বলেন, আজ ৮০০ লিচু নিয়ে এসেছি। বাজারে নতুন ফল দেখে অনেকেই কিনে নিয়ে যাচ্ছেন। কয়েক ঘণ্টায় ৩০০ বিক্রি হয়েছে। আশা করছি, কিছুক্ষণের মধ্যেই সব লিচু শেষ হয়ে যাবে।

সাহেব বাজারে লিচু কিনতে এসেছেন এনামুল হক। তিনি বলেন, গত সোমবার বাজারে লিচু এসেছে বলে জেনেছি। তবে আজ লিচু দেখে বেশ ভালো লাগছে। দাম বেশি হলেও অল্প পরিমাণে কিনেছি। স্বাদও ভালো।

মহানগরীর শিরোইল এলাকা থেকে লিচু কেনেন মাজেদুর রহমান। তিনি  বলেন, দেখে তো মনে হচ্ছে মিষ্টি হবে না। দামও বেশি। বাসার সবাই মিলে খাবো এজন্য কিনলাম।

রাজশাহী ফল গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, দেশি জাতের কিছু লিচু মৌসুমের শুরুতেই পেকে যায়। এগুলো খেতে কোনো সমস্যা নেই। এগুলো মিষ্টিও হয়। তবে মূল লিচু আসতে এখনো অনেক সময় লাগবে। সাধারণত এসব লিচু পেতে আমাদের মে মাসের শেষ দিকে বা জুনের শুরু পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে।

আরএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,