For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শাহজাদপুরে শুরু হচ্ছে তিন দিন ব্যাপি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উৎসব

Published : Tuesday, 7 May, 2024 at 4:20 PM Count : 248


আজ ২৫শে বৈশাখ বিশ্ব কবি কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আজ ১৬৩ তম জন্মবার্ষিকী । এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রসাশন কর্তৃক ও সংস্কৃতিক মন্ত্রালয়ের পৃষ্ঠপোষকতায় ২৫,২৬ ও ২৭ বৈশাখ তিন দিনের অনুষ্ঠান মালার আয়োজন করা হবে । 

শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান জানান, জেলা প্রসাশন আয়োজিত রবীন্দ্র কাছাড়িবাড়িতে তিন দিন ব্যাপি অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে । অনুষ্ঠানের প্রথম দিন ২৫ বৈশাখ সকাল ১০ টা ৩০ মিনিটে তিন দিন ব্যাপি অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভ’মি মন্ত্রালয়ের মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ্র । উদ্ভোধন শেষে রবীন্দ্র অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হবে । 

এতে সভাপতিত্ব করবেন সিরাজগঞ্জ জেলা প্রসাশক মীর মোহাম্ম্দ মাহবুবুর রহমান । বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে ।  অনুষ্ঠানের দ্বিতীয় দিন ২৬ বৈশাখ “সোনার বাংলা স্বপ্ন ও বাস্তবতা ; রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু ” সেমিনার অনুষ্ঠিত হবে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এবং শেষ দিন ২৭ বৈশাখ সকালে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে । তবে সমাপনি দিনে  প্রধান অতিথি কে থাকবে তা জানা যায়নি । এদিকে ২৫ বৈশাখ কে ঘিরে গোটা কাছাড়িবাড়ি নতুন সাজে সাঁজানো হয়েছে । 
রবীন্দ্র কাছাড়িবাড়ির কাষ্টোডিয়ান মোঃ আবু সাঈদ ইনাম তানভিরুল জানান, কবি গুরুর জন্মোৎসব উপলক্ষে কাছাড়িবাড়ি[ নতুন সাঁজে সাঁজানো হয়েছে । রং তুলি দিয়ে আঁকানো হয়েছে । গোটা এলাকা দৃষ্টি নন্দন লাইটিং করা হয়েছে ।  অন্যদিকে স্থানীয় শিল্পীবৃন্দরা দিনরাত নাচ,গান,নৃত্য ও নাটক পরিবেশন করছে । প্রতিদিনই রবীন্দ্র অডিটোরিয়ামে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান । 

সংগীত শিল্পি কাজী শওকত হোসেন জানান, শাহজাদপুরে বসবাসকালে রবীন্দ্রনাথ যেসব কবিতা লিখেছেন, সেখানে এই মর্ত্যপ্রীতি ও মানুষের প্রতি ভালোবাসার কথা পৌনঃপুনিক উচ্চারিত হয়েছে। যেমন দেখা যায় ‘আকাশের চাঁদ’ কবিতায়, ‘দেখিল চাহিয়া জীবনপূর্ণ,সুন্দর লোকালয়, প্রতিদিবসের হরষে বিষাদে, চির কল্লোলময়, স্নেহসুধা লয়ে গৃহের লক্ষ্মী, ফিরিছে গৃহের মাঝে, প্রতিদিবসেরে করিছে মধুর প্রতিদিবসের কাজে।’ এছাড়াও গল্প, উপন্যাস, প্রবন্ধ,গান লিখেছেন । 

অন্যদিকে  অনুষ্টানকে ঘিরে গোটা কাছাড়িবাড়ি তথা আশ পাশের এলাকায় ব্যাপক নিরাপত্তা নেয়া হয়েছে । চারিদিকে সিসি ক্যামেরা বসানো হয়েছে ।  

এসবি/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,