For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মধুপুর-ধনবাড়ী উপজেলা নির্বাচনে প্রতীক পেয়েই ভোটের মাঠে প্রার্থীরা

Published : Tuesday, 23 April, 2024 at 8:01 PM Count : 322


আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রথম ধাপের টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী দুই উপজেলা পরিষদের নির্বাচন। নির্বাচন কে ঘিরে নানা জলপনা-কল্পনার শেষ নেই প্রার্থী ও ভোটারদের মাঝে। প্রতীক পাওয়ার পর পরই প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে স্ব স্ব প্রতীকে ভোট প্রার্থনা করে ভোটারদেরকে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।

মধুপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন দুইজন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন চারজন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। মধুপুর উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু পেয়েছেন দোয়াত কলম প্রতীক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী পেয়েছেন আনারস প্রতীক ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ডা: মীর ফরহাদুল আলম মনি পেয়েছেন মোটর সাইকেল প্রতীক ।
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান হেলাল উদ্দিন পেয়েছেন মাইক প্রতীক, শরীফ আহমেদ পেয়েছেন টিয়া প্রতীক, সজীব আহমেদ পেয়েছেন তালা প্রতীক, হারাধন চন্দ্র সিংহ পেয়েছেন চশমা প্রতীক, আবুল খায়ের মোহাম্মদ শহিদুল ইসলাম পেয়েছেন উড়োজাহাজ প্রতীক, খন্দকার সামসুল আরেফিন পেয়েছেন টিউবয়েল প্রতীক। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক পেয়েছেন ফুটবল প্রতীক, সন্ধ্যা সিমসাং পেয়েছেন প্রজাপতি প্রতীক, নিগার সুলতানা পেয়েছেন হাঁস প্রতীক ও মিনারা বেগম পেয়েছেন পদ্ম ফুল প্রতীক।

অন্যদিকে, ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন ৫ জন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে লড়বেন ৩ জন। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকেই মাঠে বেরিয়ে পড়েছেন প্রার্থীরা।

মঙ্গলবার টাঙ্গাইল জেলা নির্বাচন অফিস থেকে এ প্রতীক বরাদ্দ দেয়া হয়। ধনবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ পেয়েছেন মোটর সাইকেল প্রতীক, বর্তমান উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ হীরা পেয়েছেন ঘোড়া প্রতীক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই বারের সাবেক পৌরসভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন পেয়েছেন দোয়াত কলম প্রতীক, বাংলাদেশ ছাত্র লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মেহেদী হাসান রনি পেয়েছেন আনারস প্রতীক, সাবেক ছাত্র নেতা আজিজুল ইসলাম পেয়েছেন হেলিকপ্টর প্রতীক।

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শামছুল হুদা পেয়েছেন টিওবয়েল প্রতীক, সোহেল তালুকদার পেয়েছেন টিয়া প্রতীক ,কারা নির্যাতিত সাবেক ছাত্রনেতা জহুরুল ইসলাম কালু পেয়েছেন তালা প্রতীক, মোহাম্মদ আবু তালেব পেয়েছেন গ্যাস সিল্ডার প্রতীক ও সাইফুল ইসলাম বকল পেয়েছেন চশমা প্রতীক। 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে আকলিমা আক্তার লিপি পেয়েছেন কলস প্রতীক, জেবউন্নাহার লিনা পেয়েছেন ফুটবল প্রতীক ও কল্পনা বেগম পেয়েছেন হাঁস প্রতীক। 

এই দুই  উপজেলায় আগামী ৮ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে উপজেলা পরিষদের ভোটগ্রহণ।

এইচআর/এমবি













« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,