For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

তুরাগ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওসি শেখ সাদী’র নানামুখী উদ্যোগ

Published : Thursday, 18 April, 2024 at 8:01 PM Count : 318

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) উত্তরা জোনের আওতাধীন তুরাগ থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শেখ সাদী।

তিনি সম্প্রতি তুরাগ থানায় যোগদান করেন। যোগদানের মাত্র ১০ দিনে থানার সেবামূলক বিষয়গুলো করেছেন ত্বরান্বিত, এনেছেন গতি।

উত্তরার তুরাগ এলাকার সাধারণ মানুষের কাছে থানা পুলিশের প্রতি ইতিবাচক ধারণা এবং আস্থা বাড়তে শুরু করেছে। 

জানা গেছে, ওসি মোঃ শেখ সাদী মাত্র ১০ দিনে ১০০ টি নতুন জিডির মধ্যে ৮০টি জিডি নিষ্পত্তি করতে সক্ষম হয়েছেন। এই স্বল্প সময়ের মধ্যে মামলা হয়েছে দশটি এবং আসামি গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তুরাগ থানার এক ব্যবসায়ী বলেন, আমি শুনেছি কিছুদিন আগে নতুন ওসি এসেছে। উনার সাথে আমার এখনো দেখা হয়নি। তবে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক পরিবর্তন দেখে বুঝতে পেরেছি তিনি একটু ব্যতিক্রমী হবেন।

নতুন এই ওসির যোগদানের পর পুলিশের টহল দিনরাত সব সময় দেখা যায়। কিশোর গ্যাং আড্ডার জায়গাগুলো এখন পুলিশের নজরদারির মধ্যে আছে। ছিনতাইয়ের পরিমাণ কমতে শুরু করেছে। এ এলাকায় প্রতিদিনই চার-পাঁচটা ছিনতাইয়ের ঘটনা রেকর্ডে থাকলেও বর্তমানে দৌরাত্ব কমেছে ছিনতাইকারী, মাদকব্যবসায়ী ও সেবনকারীদের।

তুরাগ থানা এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জনকল্যালমুখি পদক্ষেপ সম্পর্কে জানতে চাইলে ওসি শেখ সাদী বলেন, বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলার অসমাপ্ত কাজগুলো করে যাচ্ছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার অংশ হিসেবে ডিজিটাল বাংলার পরে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা তার হাতিয়ার হিসেবে দেশ ও দেশের জনগণের শান্তিশৃঙ্খলা রক্ষার লক্ষ্যে যেকোনো প্রতিকুলতা মোকাবেলা করে জনগণের মুখে হাসি ফোঁটানোর লক্ষ্যে কাজ করে যাচ্ছি। যেমন এখন সামাজিক উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে, কিশোর গ্যাং এর উৎপাত, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মারামারি, রাহাজানি, চুরি ডাকাতিসহ বিভিন্ন ধরনের অপরাধ। এসব কর্মকাণ্ড এখন তুরাগ থানা এলাকায় অনেকটাই কমে গেছে। আমার কাছে কোনো দুষ্কৃতীকারীদের ছাড় নাই। সে ক্ষেত্রে আমি যেকোনো প্রতিকুলতার মোকাবেলা করে তুরাগবাসীদের নিশ্চিন্তে বসবাস করার অভয় দিচ্ছি ইনশাআল্লাহ।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,