For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জামালপুরে দেশটিভির সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা

Published : Monday, 8 April, 2024 at 10:19 PM Count : 214

জামালপুরে কর্মরত দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের যুগ্ন-সাধারণ সম্পাদক মেহেদী হাসানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
 
সোমবার (৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে শহরের বজ্রাপুরস্থ সড়ক ভবনের সামনের গেটে চিহ্নিত সন্ত্রাসী ও মাদকব্যবসায়ী রিয়াজুল ইসলাম লাভলুর (৩৮) নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটে।

এ ব্যাপারে সাংবাদিক মেহেদী হাসান সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তীব্র নিন্দা ও হামলাকারীদের শাস্তির দাবি জানিয়েছেন সাংবাদিক নেতারা।

সাংবাদিক মেহেদী হাসান জানান, পেশাগত কাজ শেষে সড়ক ভবন কার্যালয় থেকে হওয়ার সঙ্গে সঙ্গে পূর্বপরিকল্পিতভাবে শহরের কাচারীপাড়া এলাকূর সিরাজুল ইসলামের ছেলে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রিয়াজুল ইসলাম লাভলুসহ ৩-৪ জনের সংঘবদ্ধ একটি গ্রুপ তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁকে লোহার রড, পাইপ ও হকিস্টিক দিয়ে বেধড়ক মারপিট করার একপর্যায়ে হত্যার উদ্দেশ্যে গলাটিপে ধরে। এসময় তাঁর ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে তাঁকে উদ্ধার ও হাসপাতালে ভর্তি করে। এসময় হামলাকারী লাভলু অন্যসময় মেহেদীকে সুযোগমত পেলে খুন ও লাশ গুম করে ফেলার হুমকি দিতে দিতে ঘটনাস্থল ত্যাগ করে।

সাংবাদিক মেহেদী হাসানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাংবাদিক নেতারা।
জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ শওকত জামান, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তীব্র নিন্দা ও হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি দেন।

এ ব্যাপারে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর সাংবাদিকদের জানান, সাংবাদিক মেহেদী হাসান হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেডজেড/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,