For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখতে যুক্তরাষ্ট্রে উৎসবের আমেজ

Published : Monday, 8 April, 2024 at 4:59 PM Count : 117



গত সাত বছরে একবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি যুক্তরাষ্ট্রে। সোমবারের গ্রহণ নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যে তাই আলাদা উন্মাদনা তৈরি হয়েছে। চারদিকে যেন উৎসবের আমেজ।

নাসার তরফেও একাধিক বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে গ্রহণ দেখার। আগ্রহীরা এই বিরল মুহূর্তের সাক্ষী থাকতে তোড়জোড় করছেন।

নাসার তরফে গ্রহণ উপলক্ষে চারটি নতুন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। নির্দিষ্ট উচ্চতা থেকে গ্রহণ দেখার জন্য বিশেষ গবেষণামূলক বিমান পাঠানো হয়েছে আকাশে। নাসার ডব্লিউবি-৫৭ উচ্চ উচ্চতাসম্পন্ন গবেষণা বিমানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৫০ হাজার ফুট ওপরে থাকবে। ওই বিমান থেকে গ্রহণ চলাকালীন সূর্যের করোনা স্তর পর্যবেক্ষণ করবেন বিজ্ঞানীরা।

এছাড়া যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রান্তে গ্রহণ দেখার জন্য বিবিধ বন্দোবস্ত করা হয়েছে। রয়েছে স্কাইডাইভিংয়ের ব্যবস্থাও।

সূর্য এবং পৃথিবী ঘুরতে ঘুরতে যখন এক সরলরেখায় চলে আসে এবং তাদের মাঝখানে ওই একই সরলরেখায় যখন ঢুকে পড়ে চাঁদ, তখন সূর্যগ্রহণ হয়। চাঁদের ছায়ায় সূর্য পুরোপুরি ঢেকে গেলে সেই অবস্থাকে বলে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। সোমবারের গ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। গ্রহণের সম্পূর্ণ প্রক্রিয়াটি বেশ কয়েক ঘণ্টা ধরে চলবে। তবে চাঁদ সূর্যকে সম্পূর্ণ ঢেকে রাখবে চার মিনিট। এই সময়ে পৃথিবীর বুকে নেমে আসবে অন্ধকার। চাঁদের ছায়ায় সূর্যের ঢেকে থাকার এই সময়সীমা আগের অনেক গ্রহণের তুলনায় অনেক বেশি।

বিজ্ঞানীরা বলছেন, গত ৫০ বছরে এত দীর্ঘ সময় ধরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়নি। তাই সোমবারের গ্রহণকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রে আলাদা উন্মাদনা রয়েছে।

যুক্তরাষ্ট্রে শেষবার সূর্যের পূর্ণগ্রাস গ্রহণ দেখা গিয়েছিল ২০১৭ সালের ২১ অগস্ট।

উত্তর আমেরিকা থেকে গ্রহণ স্পষ্ট দেখা যাবে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রদেশ, মেক্সিকো এবং কানাডা থেকেও গ্রহণ দেখা যাবে।

কানাডার নায়াগ্রা জলপ্রপাতের সামনে গ্রহণ দেখার জন্য গত কয়েক দিন ধরে বিপুল সংখ্যক মানুষ ভিড় করেছে। নায়াগ্রাকে সুস্পষ্টভাবে গ্রহণ দেখার অন্যতম ভালো স্থান বলে চিহ্নিত করা হয়েছে।

অনেকেই তাই দূরদূরান্ত থেকে সেখানে পৌঁছেছেন। ভিড় সামাল দিতে নায়াগ্রা প্রশাসন জরুরি অবস্থা জারি করতে বাধ্য হয়েছে।

বাংলাদেশ কিংবা ভারত থেকে গ্রহণ দেখা যাবে না। কারণ যে সময়ে এই গ্রহণ হবে, তখন এখানে রাত থাকবে। আকাশে থাকবে না সূর্য।

তবে পৃথিবীর যেকোনো প্রান্ত থেকেই যেন গ্রহণ দেখা যায়, তার ব্যবস্থা করেছে নাসা। গ্রহণের সরাসরি সম্প্রচার করা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,