For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জ মহাসড়কে যানজট নেই

Published : Monday, 8 April, 2024 at 4:29 PM Count : 105



ঈদুল ফিতরকে সামনে রেখে ঘরে ফিরতে শুরু করেছে মানুষ। যার ফলে রোববার গভীর রাত থেকে উত্তরবঙ্গের প্রবেশদ্বার সিরাজগঞ্জের মহাসড়কে যানবাহনের চাপ কিছুটা  বাড়লেও এই মহাসড়কের কোথাও কোনো ধীরগতি বা যানজটের সৃষ্টি হয়নি। স্বাভাবিক গতিতে চলাচল করছে সব ধরনের যানবাহন। 

সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জের মহাসড়ক ঘুরে দেখা যায়, অন্যান্য সময়ের চেয়ে যানবাহন কিছুটা বেড়েছে। তবে অন্যান্য সময়ের মতোই একদম স্বাভাবিক গতিতে সব যানবাহন চলাচল করছে। যার ফলে এখন পর্যন্ত এই মহাসড়কে কোনো ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রী ও চালকদের। মহাসড়কে ট্রাফিক আইন মানাতে ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সিরাজগঞ্জের মহাসড়কের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ড্রোন দিয়ে মনিটরিং করছে পুলিশ। 
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা  এম.এ ওয়াদুদ জানান,  গত রোববার (৭এপ্রিল) রাত থেকে মহাসড়কে গাড়ির চাপ কিছুটা বেড়েছে। 

সোমবার(৮এপ্রিল) সকাল থেকেই যানবাহনের মাত্রা আরও বৃদ্ধি পায় তবে মহাসড়কের কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। সব গাড়ি নির্বিঘ্নে চলাচল করছে। 
 
সংশ্লিষ্ট সূত্র জানায় সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর হয়ে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ২২ কিলোমিটার এ মহাসড়ক দিয়ে প্রতিদিন দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার ১৭-২০ হাজার যানবাহন চলাচল করে। তবে ঈদের আগে এই সংখ্যা বেড়ে হয় দ্বিগুণ।

অতিরিক্ত যানবাহন চলাচলের কারণে বঙ্গবন্ধুসেতুর পশ্চিম থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত মহাসড়কে প্রতি বছরই যানজটের সৃষ্টি হয়, এতে করে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকেরা। এই ভোগান্তি কমাতে সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) সূত্রে জানা যায় (সাসেক-২) প্রকল্পের আওতায় সিরাজগঞ্জ অংশে ৩৬ কিলোমিটার মহাসড়ক  চার লেনে উন্নীত করা হচ্ছে। উত্তরের পথে ঈদযাত্রায় গাড়ির চাপ সামাল দিতে ইতিমধ্যে বঙ্গবন্ধু সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত চার লেন চালু করা হয়েছে।

পবিত্র ঈদ-উল ফিতরে উত্তরবঙ্গের ঘরমুখী মানুষের ঘরে ফেরা নির্বিঘ্ন করতে শনিবার (৬ এপ্রিল) মহাসড়কের সিরাজগঞ্জের পাচঁলিয়া ওভারপাস, মুলিবাডী ওভারপাস, দাদপুর ওভারপাস ও দাতিয়া সেতু খুলে দেয়া হয়েছে। ভার্চুয়াল মাধ্যমে ওভারপাসগুলো উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 
 
সাউথ এশিয়ান সাব-রিজিওনাল ইকোনমিক কো-অপারেশন (সাসেক-২) এর প্রকল্প ব্যবস্থাপক মাহবুবুর রহমান রাসেল বলেন, ইতোমধ্যেই সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থেকে চান্দাইকোনা পর্যন্ত পুরো মহাসড়কেই চার লেন চালু করে দেওয়া হয়েছে। এছাড়া ঈদযাত্রায় ঘরে ফেরা মানুষের যাতায়াতে যেন বিঘ্ন না ঘটে এ জন্য হাটিকুমরুল গোলচত্বর এলাকায় কংক্রিটের রাস্তা ঢালাই করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বিশেষ করে কড্ডার মোড় ও নলকার মোড়ে প্রতিবছর যানজট বেশি দেখা দেয়। এবার এ জায়গাগুলোতে আন্ডারপাস খুলে দেওয়ায় দূরপাল্লার গাড়িগুলো ওপর দিয়ে চলে যাবে। আর অন্যান্য গাড়িগুলো আন্ডারপাসের নিচ দিয়ে চলাচল করবে যার কারনে এ বছর যানজট হবে না। এবারের ঈদযাত্রা অন্যান্য বছরের চেয়ে অনেকটা স্বস্তিদায়ক হবে।
  
সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল বলেন, ঈদযাত্রায় মানুষের নিরাপদে ঘরে ফেরা, নিশ্চিন্তে যাতায়াত ও মহাসড়ক যানজটমুক্ত রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে ৫০টি পিকেট টিম, ২০ মোটরসাইকেল মোবাইল টিম, ২টি পেট্রোলিং (গাড়ি) মোবাইল টিম, ৭টি নৌ টহল, ৭টি রেলস্টেশন পিকেট টিমসহ ৭০১ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। এরমধ্যে একটি কুইক রেসপন্স টিম (কিউআরটি) তৎপর রয়েছে। এছাড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ২৪ ঘণ্টা পুলিশ পরিদর্শকদের নেতৃত্বে ৬টি তদারকি মোবাইল টিম কাজ করছে। বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
 
এদিকে গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা সেতুর টোল আদায় হয়েছে। 
 
সোমবার (৮ এপ্রিল) সকালে বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বিষয়টি নিশ্চিত করে জানান, আগের চেয়ে সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য চারটি বুথ স্থাপন করা হয়েছে। 

তিনি আরও জানান, রবিবার (৭ এপ্রিল) রাত ৬টা থেকে সোমবার (৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৭৮০টি যানবাহন পারাপার হয়। টোল আদায় হয়েছে দুই কোটি ৫০ লাখ ৮৯ হাজার ২০০ টাকা। 

এর মধ্যে সেতুর পশ্চিম অংশে (সিরাজগঞ্জ) ১৪ হাজার ৬৯৪টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৩২ লাখ ৩৫ হাজার ১৫০ টাকা। বঙ্গবন্ধু সেতুর পূর্ব অংশে (টাঙ্গাইল) ১৫ হাজার ৮৫টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে এক কোটি ৮৫ লাখ ৪০ হাজার ৫০ টাকা। এসময় সেতু দিয়ে মোটরসাইকেল পারাপার হয়েছে দুই হাজার ৭১০টি।

এবি/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,