For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দশমিনায় ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করলেন ওসি

Published : Sunday, 7 April, 2024 at 8:30 PM Count : 381

পটুয়াখালীর দশমিনায় রাস্তা ও ফুটপাতের অবৈধ দখল মুক্ত করেছেন ওসি নুরুল ইসলাম মজুমদার। এতে রাস্তাগুলোতে স্বস্তিতে চলাচল করতে পারছে বাজার করতে আসা সাধারণ মানুষ।

রবিবার (৭ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলা সদরের মানিক মিয়া চত্ত্বর, মাছ, মাংস ও সবজি বাজার এলাকায় রাস্তাগুলোর ফুটপাত ও রাস্তার মাঝে অবৈধভাবে থাকা দোকানপাট ও বিভিন্ন চায়ের দোকানের চেয়ার টেবিল উচ্ছেদ করা হয়।

জানা যায়, দীর্ঘ দিন ধরে জনচলাচলের ওই ব্যস্ত রাস্তাগুলোর ফুটপাত অবৈধভাবে দখল করে ব্যবসা করে যাচ্ছেন এক শ্রেণির ক্ষমতাশালী ব্যবসায়ীরা। বিশেষ করে চা দোকানীরা জনচলাচলের এ রাস্তাগুলোর মাঝে বেঞ্চ, চেয়ার, টেবিল স্থাপন করে ক্রেতাদের বসার জায়গা করেছেন। এতে ওই পথগুলোতে দীর্ঘদিন সাধারণ মানুষ স্বস্তিতে চলাচল করতে পারেনি। তবে এ ব্যাপারে এতদিন কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়নি দাবী জনগনের।

বাজারে মুরগি কিনতে আসা শাহিদা বেগম বলেন, মানিক মিয়া চত্ত্বর থেকে মাছ বাজার পর্যন্ত উভয় পাশের রাস্তা দুটির মাঝে বসে মানুষ চা পান করায় ও আড্ডা দেওয়ায় এতদিন এ পথগুলোতে ভীড় ঠেলে হেঁটে যাওয়ারও কোনো পরিস্থিতি ছিলোনা। এখন স্বস্তিতে চলাচল করতে পারছি।
দশমিনা থানার ওসি নুরুল ইসলাম মজুমদার দ্য ডেইলি অবজারভারকে বলেন, জনচলাচলের পথ দখলমুক্ত ও উম্মুক্ত রেখে শান্তিপূর্ণভাবে জনচলাচল নিশ্চিত রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে।

এসটি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,