For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ওড়াকান্দিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় স্নানোৎসব শুরু

Published : Saturday, 6 April, 2024 at 1:46 PM Count : 164

গোপালগঞ্জেকাশিয়ানী উপজেলার ওড়াকান্দিতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের ২১৩তম জন্ম তিথিতে স্নানোৎসব ও বারুনী মেলা। শনিবার সকাল ৭টা ২১ মিনিটে হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরীগণ প্রথমে কামনা সাগরে স্নান করে স্নানোৎসবের উদ্বোধন করেন।

এরপর হরিচাঁদ ঠাকুরের ভক্ত মতুয়ারা স্নান করেন। স্নানোৎসব চলবে রোববার ভোর রাত পর্যন্ত। আর মেলা অনুষ্ঠিত হবে সোমবার বিকেল পর্যন্ত।

এটি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ও স্নানোৎসব। এখানে প্রায় ১০ লক্ষ মতুয়া ভক্তদের সমাগম হয়ে থাকে। এই উৎসব সঠিক ভাবে সম্পন্ন করতে ঠাকুর বাড়ি এলাকায় সুউচ্চ পর্যবেক্ষণ টাওয়ার ও অর্ধশতাধিক সিসি ক্যামেরা বসানো হয়েছে। 

২০২১ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ঠাকুর বাড়ি পরিদর্শন করেন ও হরিচাঁদ গুরুচাঁদ মন্দিরে পূজা অর্চণা করেন। এরপর থেকে ঠাকুর বাড়িটি বিশ্ববাসীর কাছে আরো পরিচিত হয়ে ওঠে।
অনুষ্ঠান উপলক্ষে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। আইন-শৃংখলা বাহিনীর সদস্যদের পাশাপাশি মতুয়া সংঘের প্রায় পাঁচশত স্বেচ্ছাসবক সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

ওড়াকান্দিতে লাখ লাখ মতূয়াভক্ত ও হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের ভক্তরা এখানে স্নান করতে আসেন। তারা পাপ মোচনের জন্য এই যোগস্নান করে থাকেন। স্নানোৎসব উপলক্ষে এখানে প্রতি বছর বসে বারুনী মেলা। মেলায় কুটির শিল্পের বিভিন্ন খেলনা, মাটির তৈরী তৈজসপত্র, বাঁশের জিনিস, তালপাখা, মিষ্টি-মন্ডা, খাদ্য সামগ্রী, নাগর দোলনাসহ শিশুদের বিনোদনের জন্য নানা আয়োজন রাখা হয়। 

স্নানোৎসব ও মেলা পরিচালনা কমিটির সভাপতি সুপতি ঠাকুর শিবু বলেন, উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন করতে প্রশাসনের পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে। এছাড়া ঠাকুরবাড়ির প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে। যা পুলিশ প্রশাসন মনিটরিং করছেন। আশা করি ঠাকুরের স্নানোৎসব ও মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন হবে।

হরিচাঁদ ঠাকুরের উত্তরসূরী ও কাশিয়ানী উপজেলা পরিষদের চেয়ারম্যান সুব্রত ঠাকুর বলেন, দেশের বিভিন্ন স্থান ও ভারত, নেপালসহ বিভিন্ন দেশের প্রায় ১০ লক্ষাধিক মতুয়া ভক্তরা এ স্নানোৎসবে যোগ দেন। ভক্তরা হাতে বিজয় ও সত্যের লাল নিশান এবং ডাঙ্খা (বড় ঢোল) বাজিয়ে উলুধ্বনি দিয়ে মাইলের পর মাইল পথ পাড়ি দিয়ে ছুটে আসেন তীর্থভূমি শ্রীধাম ওড়াকান্দিতে। দূরের ভক্তরা বাস, ট্রাক, নসিমন, করিমন, ইজিবাইক, থ্রি-হুইলার ও নৌ-পথে নৌকা ও ট্রলারে করেও মতুয়া ভক্তরা ওড়াকান্দিতে উপস্থিত হন। আগত ভক্তরা প্রথমে কামনা ও পরে শান্তি সাগরে (বড় আকৃতির পুকুর) স্নান করে পাপ মোচন ও শান্তি কামনা করেন।   

অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল, মুকসুদপুর অঞ্চল) মো. কামরুজ্জামানের সাথে কথা হয় মুঠোফোনে। তিনি বলেন, অনুষ্ঠানটিকে নিরবিচ্ছিন্ন করতে দুই শতাধিক পুলিশ সদস্যের একটি শিফটিং ডিউটি রাখা হয়েছে। এছাড়া ৭৭টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। কমিটির পক্ষ থেকে পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছে। বৃহস্পতিবার সকল সদস্যদের নিয়ে নিরাপত্তা সম্পর্কিত একটি ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে তারা দায়িত্ব পালন করছেন। ইতোমধ্যে পুলিশ সুপার আল বেলী আফিফা ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। এই অনুষ্ঠান চলবে আগামী সোমবার  (৮ এপ্রিল) বিকেল পর্যন্ত। এই কয়েক দিনে প্রায় ১০ লক্ষ মানুষের সমাগম ঘটবে। আশা করি কোনো রকম ঝামেলা ছাড়াই অনুষ্ঠানটি সুসম্পন্ন হবে।

জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম বলেন, স্নানোৎসব সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পুলিশের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। যেহেতু এখানে বড় ধরনের জমায়েত হবে, সেই কারণে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। সেই সাথে পর্যাপ্ত সুপেয় পানি ও স্যানিটেশনের ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রাথমিক চিকিৎসার জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে একটি অস্থায়ী সেবা কেন্দ্র বসানোসহ সার্বিক ব্যবস্থা তদারকি করা হবে। আশা করি কোনো ধরনের অঘটন ছাড়া অনুষ্ঠানটি সম্পন্ন হবে।  

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,