For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঈদ যাত্রার সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে: হাইওয়ে পুলিশ প্রধান

Published : Thursday, 4 April, 2024 at 4:27 PM Count : 138



হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ‘ঈদুল ফিতরের ঈদ যাত্রা উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি এবং নিরাপত্তা মূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি বলব এটা প্রত্যেকবারের মতোই ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আশা করি, ঈদযাত্রা হয়তো আজকে থেকেই শুরু হবে কিছুটা। কাল পরশু থেকে আরও বাড়বে। ৬, ৭, ৮ তারিখের এইসময়ে ঈদযাত্রায় ব্যাপকভাবে ঘরমুখো মানুষদের দেখতে পাবো। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল এলাকায় সড়ক পরিদর্শনে এসে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ঢাকা আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে বিশেষ করে নবীনগর থেকে চন্দ্রা পর্যন্ত এই সড়কে চলমান নির্মাণ কাজের বিষয়ে হাইওয়ে পুলিশ প্রধান বলেন, ইতিমধ্যে কয়েক দফা আমাদের সড়ক ও জনপথসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে, সমন্বয় হয়েছে। তারা যথাসাধ্য নির্মাণ কাজ চলমান রাখবে। তবে নির্মাণ কাজের ঈদের আগ পর্যন্ত তারা যে অবস্থায় রাখবে, সেটা যাতে ঈদযাত্রায় কোনো বাঁধা তৈরি না করে। ইতোমধ্যে অনেক কাজ হয়েছে। অনেককিছু অপসারণ হয়েছে। যেখানে যেখানে কাজের জন্য ঘেরাও করা ছিল, কনস্ট্রাকশানের জন্য, সে জায়গাগুলো অনেক পরিষ্কার করা হয়েছে। আরও কিছু করা হবে।

সাভারের দুর্ঘটনায় সওজ দায় এড়াতে পারে না উল্লেখ করলে শাহাবুদ্দিন খান বলেন, ‘এটি তদন্তের বিষয়। তদন্ত করলে যে কোনো এক পক্ষের ওপর হঠাৎ করে দায় দিতে পারি না। সামগ্রিক ভাবে তদন্ত করে দেখা হবে এখানে কার দায় কতটুকু ছিল। মামলা হয়েছে। তদন্ত হবে। তদন্তের পর বলা যাবে।

তিনি আরো বলেন, আমরা মনে করি, আমাদের রাস্তা প্রস্তুত আছে। আমাদের নিরাপত্তা ব্যবস্থাও সার্বিকভাবে নেওয়া হয়েছে। আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তারা মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তারা, জেলা পুলিশ মেট্রোপলিটন পুলিশ ও পুলিশ হেডকোয়ার্টার থেকে আমরা সার্বিক ভাবে পরিদর্শন করছি। আমাদের সব প্রস্তুতি যাচাই করে নিচ্ছি। যাতে আমাদের ঘরমুখো সাধারণ মানুষ নিরাপদে স্বাচ্ছন্দে এবারের ঈদযাত্রায় শামিল হতে পারে। নিরাপদে তার স্বজনের কাছে পৌঁছাতে পারে। যাতে আবার ফিরে আসতে পারে।

এছাড়া ঈদযাত্রা উপলক্ষে মলম পার্টি, ছিনতাইকারী তৎপর হয়ে ওঠে, টা মাথায় রেখে প্রতিবছরের মতো এবছরও জেলা পুলিশ, মেট্রোপলিটন পুলিশ অপরাধপ্রবণ জায়গায় অভিযান চলছে বলে জানিয়ে হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেন, ‘এরইমধ্যে বহু অপরাধীকে ধরা হয়েছে। আমাদের নজরদারি রয়েছে। সাদা পোশাকে নজরদারি রয়েছে। এ ধরনের অপরাধীদের থেকে যাত্রী সাধারণকেও সাবধান থাকতে সচেতন থাকতে ও পুলিশকে জানাতে। ৯৯৯ এ কল দিতে পারে। নানাভাবে আমরা পুলিশকে সহযোগিতা করি।

তিনি আরও বলেন, ‘আমরা যারা সেবাধর্মী প্রতিষ্ঠানে কাজ করি, বাংলাদেশ পুলিশ, হাইওয়ে পুলিশের মতো, প্রযুক্তি কিন্তু সবসময় আমাদের সেবার মানকে উন্নত করে, দক্ষতাকে বৃদ্ধি করে। এবারও আমরা বডি অন ক্যামেরা, সিসিটিভি ক্যামেরা বিশেষ করে ড্রোনের ব্যবহার আমরা করছি। যেখানে যেখানে যানজট হয়, যানজট নিরসনে। এবারও কিন্তু আমরা যেখানে যেখানে বিশেষ করে যানজট হতে পারে, সেইসব জায়গায় আমাদের ড্রোন থাকবে। ক্যামেরা থাকবে এবং আমরা ড্রোনের মাধ্যমে কিন্তু একটা নির্দেশনা দেওয়ারও চেষ্টা করবো।’

‘সড়ক ও জনপথের নির্মাণ কাজে নিরাপত্তা চিহ্নিতকরণ না থাকা প্রসঙ্গে সমন্বয়হীনতা আছে কিনা প্রশ্নে তিনি বলেন, আমাদের সমন্বয় আছে। সরকারি কর্মচারী আমরা বিভিন্ন বিভাগে কাজ করি। সড়ক নিরাপত্তা, মানুষের নিরাপত্তার জন্য কাজ করি। তবে দুর্ঘটনা যে কোনো মুহুর্তে হতে পারে। তার অনেকগুলো কারণ থাকে। সেক্ষেত্রে আমরা বলবো, যিনি চালক, যার হাতে স্টিয়ারিং থাকে, রাস্তার একটা পরিস্থিতি থাকে, অনেককিছু থাকে। সেগুলো মাথায় রেখেই আমাদের যান চলাচল করতে হবে। যে সড়কে নির্মাণকাজ চলছে, সেখানে কিছু প্রতিবন্ধকতা থাকবে। সেগুলো মাথায় রেখেই কিন্তু আমাদের গাড়ি পরিচালনা করতে হবে। যেখানে নির্মাণকাজ চলে, সেখানে নিরাপত্তা ব্যবস্থা থাকার কথা। সেটা আমরা দপ্তর থেকে ব্যবস্থা নেই। সেই বিষয়গুলো আমরা সমন্বয় করার চেষ্টা করছি। এগুলো সংশ্লিষ্ট বিভাগকে আমরা বলবো। ভবিষ্যতে যাতে আরও উন্নত হয়।’

তিনি বলেন, ‘অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে মন্ত্রণালয় থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সহযোগী হিসেবে কাজ করছে। এজন্য মোবাইল কোর্ট আছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় মহাসড়ক পরিদর্শনে হাইওয়ে পুলিশ প্রধানের সাথে এসময় আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের ডিআইজি মাহফুজুর রহমান, অতিরিক্ত ডিআইজি শ্যামল কুমার মুখার্জি, গাজীপুর হাইওয়ে পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান, ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহিল কাফি ও আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।

ওএফ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,