For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজদিখানে ভূমি দখলসহ নানা অভিযোগ আ’লীগ নেতা আশ্রাফ আলীর বিরুদ্ধে

Published : Wednesday, 3 April, 2024 at 5:10 PM Count : 1517

মুন্সীগঞ্জেসিরাজদিখানে ভূমি দখল-অর্থ আত্মসাৎসহ নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছ ইউনিয়ন আ’লীগ সভাপতি আশ্রাফ আলীর বিরুদ্ধে। তার আতঙ্কে থাকেন এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতা কর্মীরা। আশ্রাফ আলী সিরাজদিখান উপজলোর কেয়াইন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং ইউপি চেয়ারম্যান। তিনি জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন বলেও অভিযোগ রয়েছে।

কেয়াইন ইউপি সদস্য মহি উদ্দিন বলেন, আশরাফ চেয়ারম্যান আগের জাতীয় পার্টি করত পরে আওয়ামী লীগের যোগ দিয়ে সে ক্ষমতার অপব্যবহার শুরু করে। আমার বাপ দাদার এসএ এবং সিএস রেকর্ডীয় পৈত্রিক সম্পত্তি যা আরএস রেকর্ডে এসে সরকারি খাস হয়ে যায় কিন্তু জায়গাটি আমরা ভোগ দখলে ছিলাম। সেই জায়গায় আশরাফ চেয়ারম্যান তার ভাইদের দিয়ে দখল করিয়ে নিয়েছে। ধলেশ্বরী ব্রীজের নিচে আমার বালুর ব্যবসা ছিল সেই ব্যবসা ও তার ছেলেকে দিয়ে দখলে নিয়েছে। সে আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান হওয়ায় ক্ষমতার অপব্যবহার করেই যাচ্ছে।

স্থানীয় কুদ্দুস বলেন, কুচিয়ামারা বাজারে বট গাছের নিচে আমার কুরা ভূষির দোকান ছিল। ওয়াসার পানির লাইন যাওয়ার সময় জায়গাটা টি খালি করে দেই তারা বলে কাজ শেষ হলে সেখানে আমরা আবার দোকান তুলতে পারব। কিন্তু আশরাফ চেয়ারম্যান আমাকে আর সেখানে দোকান তুলতে না দিয়ে সেখানে সে পাকা দোতলা ভবন বানিয়েছে। সরকারি জায়গায় সে পাকা ভবন তুললেও দেখার কেউ নেই। 

ফিরোজ শেখ বলেন, কুচিয়ামারা বাজারে আমার ইলেকট্রিকের দোকান ছিল সেই জায়গাটি আশরাফ চেয়ারম্যান ও তার ভাইয়েরা মিলে দখল করে নিয়েছে। এখন আমি ১০ হাজার টাকা ভাড়া দিয়ে বাজারের অন্য একটি জায়গায় দোকান নিয়ে ব্যবসা করি। রাজনৈতিক আর চেয়ারম্যানির ক্ষমতা বলেই সে আমার জায়গাটি দখল করছে। আমাদের ক্ষমতাও নাই তাই তাকে কিছু বলার সাহসও নাই। 
কেয়াইন উইনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ইসরাফিল শেখ ক্ষোভ প্রকাশ করে বলেন, কুচিয়ামারা বাজারের সরকারি জমিতে অনেকেরই দোকান আছে সেখানে আমারও দোকান ছিল। সে জায়গাটিও চেয়ারম্যান ও তার ভাইয়েরা তাদের দখলে নিয়েছে। এমন ভাবে বাজারের একাধিক ব্যক্তির জায়গা তারা দখল করে রাখছে। কুচিয়ামোড়া আদর্শ বিদ্যালয়ে জমি বিক্রির ও ভাড়ার টাকা আত্মসাৎ করে সে আমাদের দলের ভাবমূর্তি নষ্ট করছে। তার অন্যায়ের বিরুদ্ধে কিছুদিন আগে এলাকাবাসীরা মানববন্ধন করেছে বিষয়টি আমরা এমপি মহোদয়সহ প্রশাসনের অনেক কেই জানিয়েছি দেখি কি ব্যবস্থা নেয় তারা।

কেয়াইন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি আশ্রাফ আলীকে এবিষয়ে জানতে তাকে একাধিক বার কল দেওয়া হলেও সে রিসিভ করেননি।

উল্লেখ্য, গত ১৪ই মার্চ বিদ্যালয়ের জমি ও মটি বিক্রির অর্থ আত্মসাৎ, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্যসহ সহ ৪টি খাত উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকাতে লিখিত অভিযোগ করেছেন আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মোঃ আইনুল ইসলাম। এবং ২০১৭ সালে কেয়াইন ইউনিয়নের মধুটুপি গ্রামরে আব্দুল মজিরে বাড়িঘর ভাংচুর ও লুটপাট করে তাদের এলাকাছাড়া করে দেয় আশ্রাফ আলী। আশ্রাফ আলী আওয়ামীলীগ সভাপতি ও চেয়ারম্যান হওয়ায় তখন থানা পুলিশ মামলা না নেয়ায় আব্দুল মজিদ শেখের স্ত্রী নাসমা বেগম বাদি হয়ে মুন্সীগঞ্জ আদালতে মামলা করে যার নম্বর- ১০১/১৭।

এনইউ/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,