বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪ টি বিশাল পাখি মাছ
Published : Tuesday, 2 April, 2024 at 9:53 PM Count : 249
বঙ্গোপসাগরে ধরা পড়লো ৪ টি বিশাল আকারের পাখি মাছ। সূর্য মাঝি (৬০) নামে এক জেলের জালে ধরা পড়া ৪ টি পাখি মাছের ওজন ৩ মন।
মঙ্গলবার দুপুরে মাছগুলো উপজেলার আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসেন জেলেরা। বিশাল দৈত্যাকারের মাছগুলো একটু দেখতে হাজারো উৎসুক জনতা ভীড় জমায়। এ এলাকায় পাখি মাছের চাহিদা না থাকায় নিলামের মাধ্যমে সুমন মৃধা নামের এক মৎস্য ব্যবসায়ী মাছগুলো ৭ হাজার ৫ শত টাকায় কিনে নেন।
উল্লেখ্য, গত শনিবার সূর্য মাঝি ১৭ জেলেসহ আল্লাহর দোয়া-১ নামের একটি ট্রলার নিয়ে চট্টগ্রাম সংলগ্ন বঙ্গোপসাগরে জাল ফেললে সোমবার মাছ চারটি ধরা পড়ে।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান, আগের চেয়ে বঙ্গোপসাগরে পাখি মাছের সংখ্যা সামান্য বেড়েছে। তবে বৃদ্ধির হার বেশি নয়। আশা করছি সমুদ্রের পরিবেশ ঠিক থাকলে জেলেরা আগামীতে আরো বড় আকারের পাখি মাছ শিকার করতে পারবে।
টিএইচ/এসআর