কুড়িগ্রামে অটোরিক্সা উল্টে শিশু নিহত
Published : Tuesday, 26 March, 2024 at 9:18 PM Count : 129
কুড়িগ্রামের নাগেশ্বরীতে অটোরিক্সা উল্টে তিন বছর বয়সী মৌসুমী খাতুন মারা গেছে। মঙ্গলবার দুপুর ২ টায় কালীগঞ্জ মন্নেয়ার পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু কালীগঞ্জ ইউনিয়নের জকরিপাড়া গ্রামের মোস্তফা আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, দাদীর সাথে অটোরিক্সায় কালীগঞ্জ থেকে নাগেশ্বরী যাচ্ছিল শিশু মৌসুমী। পথে অটোরিক্সাটি মন্নেয়ার ব্রীজ পাড় হওয়ার সময় উল্টে যায়। অটোর নিচে চাপা পড়ে শিশুটি। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত জনতা আটক করে অটোরিক্সাটি। তবে পালিয়ে গেছে চালক। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অটোরিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নাগেশ্বরী থানা অফিসার ইনচার্জ (ওসি) রুপ কুমার এর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সড়ক পরিবহন আইনে মামলার প্রস্তুতি চলছে।
কেএস/এমবি