For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মোটরসাইকেলের ধাক্কায় আ'লীগ নেতা নিহত

Published : Saturday, 23 March, 2024 at 3:42 PM Count : 102

গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় আওয়ামী লীগের এক নেতা নিহত হয়েছেন।

শুক্রবার রাতে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা নেয়ার পাথে তার মৃত্যু হয়।

নিহত রনজিৎ কুমার বাড়ৈ গামা (৭০) জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (স্পেশাল পিপি) ছিলেন। 

তিনি টুঙ্গিপাড়া উপজেলার রূপাহাটি গ্রামের কালীপদ বাড়ৈর ছেলে। গোপালগঞ্জ শহরের পূর্ব থানাপাড়া এলাকার বাড়িতে বসবাস করতেন রনজিৎ কুমার বাড়ৈ।
পুলিশ জানায়, শহরতলীর মান্দারতলা এলাকায় নিজের প্রতিষ্ঠিত নির্মাণাধীন শেখ ফজলুল করিম সেলিম ল' কলেজ থেকে বাসায় ফেরার জন্য বিকেল ৫টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মান্দারতলা এলাকায় আসেন তিনি। সে সময় দ্রুতগামী একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। মারাত্মক আহতাবস্থায় তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়। 

জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে। 

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিচুর রহমান জানান, শুক্রবার সন্ধ্যার একটু আগে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হয়। পরে ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে পথিমধ্যে তার মৃত্যু হয়। নিহতের লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। যেহেতু দুর্ঘটনাটি মহাসড়কে সে ক্ষেত্রে হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। শনিবার ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

তার মৃত্যুর খবর পেয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম জুলকদর রহমানসহ দলীয় নেতাকর্মী ও আইনজীবীরা হাসপাতালে ছুটে যান। 

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম শাহাব উদ্দিন আজম জানান, বেপরোয়া গতির মোটরসাইকেল এ দুর্ঘটনার মূল কারণ। দ্রুত বেপরোয়া গতির মোটরসাইকেল চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানাই।

-এমএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,