For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

পেকুয়ায় কাদায় আগুন দিলে জ্বলে

Published : Tuesday, 19 March, 2024 at 8:02 PM Count : 507


কক্সবাজারের পেকুয়ায় লবণমাঠের পানি চলাচল খাল শুকিয়ে গেছে দুইদিন আগে। খালে একটু একটু কাদামিশ্রিত পানি। আর ওই পানিতে  আগুন দিলে জ্বলে উঠে। এমন অদ্ভুত কান্ডের দেখা মিলেছে উপজেলার রাজাখালী ইউনিয়নের মাতবরপাড়া এলাকায়। 

কাদাপানিতে আগুন জ্বলছে কিংবা গ্যাসের সন্ধান পাওয়া গেছে এমন খবর ছড়িয়ে পড়লে উৎসুক শতশত নারী পুরুষ দেখতে ভীড় করছে। মঙ্গলবার সকালে এমন দৃশ্যের দেখা মিলে।

স্থানীয় নুরুল আবছার বলেন,প্রায় ত্রিশ বছর আগে এ জায়গায় পানিতে বুদবুদ করতে দেখেছি। পানিতে সবসময় বুদবুদ করে। তবে এধরনের চার-পাঁচটি জায়গায় এধরনের দৃশ্য চোখে পড়েছে। এখন দেখলাম কাদা পানিতে আগুন দিলে জ্বলে উঠে। আমাদের ধারনা তেল কিংবা গ্যাসের সন্ধান মিলবে এখানে।
আবদুল মান্নান বলেন, অনেকদিন ধরে দেখছি পানি চলাচল এ খালে দুইটি স্পটে পানিতে বুদবুদ করতে। এখন খালে পানি নেই। সকাল ১১টার দিকে যে জায়গায় বুদবুদ হচ্ছিল সেখানে একটি পলিথিনে আগুন দিলে বুদবুদের জায়গায় কাদামিশ্রিত পানিতে আগুন ধরে যায়। পরে এখবর চারিদিকে ছড়িয়ে পড়লে হাজার হাজার উৎসুক মানুষ দেখতে এখানে জড়ো হচ্ছে। গ্যাসের কারনে এমনটি হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

বিকেলে সরেজমিন দেখা যায়,মাতবর পাড়া হাজ্বি মার্কেটের দক্ষিণ পাশে রিয়াজ উদ্দিনের বাড়ি সংলগ্ন লবণমাঠের পানি চলাচল খালের মাঝপথে পানিতে বুদবুদ করছে। খালে পানি নেই। কাদামিশ্রিত ওই জায়গায় মুজাহিদ নামের একজন ছোট্ট শিশু পলিথিনে ম্যাচের আগুন দিচ্ছে। আর পলিথিনের আগুন ওই বুদবুদের জায়গায় দেওয়ার সাথে সাথে দাউ করে জ্বলে উঠে। চারিদিকে শতশত উৎসুক নারী পুরুষ সে দৃশ্য দেখার জন্য ভীড় করছে। সকলের ধারণা গ্যাস কিংবা তেলের কারণে আগুন ধরছে।

এ বিষয়ে জানতে চাইলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন,বিষয়টি আমি এখন শুনলাম। ইউপির চেয়ারম্যানের সাথে কথা বলে পরিদর্শনে যাব।

এনইউ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,