For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সারাদেশে জাতীয় শিশু দিবস পালিত

Published : Sunday, 17 March, 2024 at 3:06 PM Count : 197

জয়পুরহাট
নানা কর্মসূচির মধ্য দিয়ে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার সকাল ৭টা ৪ মিনিটে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সারাদেশ থেকে আমাদের জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী-

জয়পুরহাটে সকালে শহিদ ডা. আবুল কাশেম ময়দানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলমের নেতৃত্বে পুলিশ বিভাগ প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান-সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়াও, আরও বিভিন্ন কর্মসূচি হাতে নেয়া হয়েছে।

রাজশাহীবাঘায় জাতীয় পতাকা উত্তোলন ও সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা শেষে আলোচনা সভা, কেক কাটা, পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। স্থানীয় শিল্লীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
সকাল ৯টা ৩০ মিনিটে পঞ্চগড় সার্কিট হাউজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুসহ সকল শহীদদের রুহের মাগফিরাত ও দেশ জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের নিয়ে ১০৪ পাউন্ডের কেক কাটা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের সহযোগিতায় পঞ্চগড় জেলা শিল্পকলা একাডেমির ও শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত শিশু কিশোরদের জন্য চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে স্থানীয় শিল্পীরা। 

এদিকে, দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ দিবসের শুরুতে রাত ১২টা ১ মিনিটে দলীয় কার্যালয়ে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। এছাড়াও, আরও নানা কর্মসূচির আয়জন করা হয়।

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে। 

সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরের ‘বঙ্গবন্ধু ম্যুরালে’ কুলাউড়া আসনের সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেলের পক্ষ থেকে ও উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্যদিয়ে দিবসের কর্মসূচির সূচনা হয়।

-এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,