For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত ১

Published : Sunday, 3 March, 2024 at 6:00 PM Count : 102


সিরাজগঞ্জের শাহজাাদপুরে জমি জমার জের ধরে মল্লিক গোষ্ঠি ও ব্যাপরী গোষ্ঠির মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুলাল প্রামানিক (৬০) নামে এক কৃষক ফালা বৃদ্ধ হয়ে মারা গেছে । শনিবার উপজেলার পল্লাী অঞ্চল কৈজুরী ইউনিয়নের ঠুটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ১৫ জন আহত হয়। 

নিহত দুলালমল্লিক ওই গ্রামের মৃত হাকিমমল্লিকের ছেলে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে । 

পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানা গেছে দীঘৃদিন ধরে দুই পক্ষের জমির মালিকানা নিয়ে ল্যুফর মল্লিক গংদের ও শুকুর ব্যাপারী দের মধ্যে বিরোধ চলে আসছিল । জমি নিয়ে তাদের আদালতে একটি মামলা রয়েছে । এদিকে চলমান বিরোধ নিরসনে কৈজুরী ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন খোকন শনিবার উভয়পক্ষকে নিয়ে শালিস বৈঠকে বসেন । 
শালিশ বৈঠক  চলাকালে দুই পক্ষের মধ্যে তুমুলবাক-বিতন্ডা  হয়। এক পর্যায়েবিকেলে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে দুই গোষ্ঠী  সংঘর্ষে লিপ্তহয়। সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের  ফালার আঘাতে মল্লিক গোষ্ঠীর সমর্থক দুলাল মল্লিক (৫৫) গুরুতর আহত হন । 

এদিন তাকে এনায়েতপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন  এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিলে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । 

এ বিষয়ে কৈজুরি ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনখোকন জানান, ঠুটিয়া গ্রামের  মল্লিক গোষ্ঠীর সাথে ব্যাপারী  গোষ্ঠীর বাড়ির সীমান নিয়ে  বিরোধ চলে আসছিল।  কিছুদিন আগে এ বিষয়ে উভয় পক্ষকে নিয়েএকটি শালিশ বৈঠক হয়। 

বৈঠকে উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা হয় । পুনরায় গত শনিবার আবারও উভয় পক্ষকে নিয়ে বৈঠক করে যার যার অংশ বুঝিয়ে দেয়ার কাজ শুরু করা হয় । এ সময় উভয় পক্ষের মধ্যে বাক বিতন্ডা শুরু হয়  পরে তা সংঘর্ষে রুপ নেয় । 

থানার অফিসার ইনচার্জ খায়রুল বাসার জানান,  জমি- জমা নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে  দুলাল মল্লিক নামে একজন নিহত হয়েছে । লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে মর্গে প্রেনর করা হয়েছে । এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে । এ ঘটনায় নিহতের ছেলে মল্কি  বাদী হয়ে ৫০/৬০ জনকে আসামী করে   থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে । 

এসবি/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,