For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

দৌলতদিয়ার মাদক ব্যাবসায়ীরা থাকে ধরাছোঁয়ার বাইরে

Published : Thursday, 29 February, 2024 at 4:41 PM Count : 149


দেশের সর্ববৃহৎ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লির এবং পোড়াভিটায় নিয়মিত বিভিন্ন বাহিনী অভিযান পরিচালনা করে।  তবে প্রশাসনের হাতে অধিকাংশ সময় ছোটখাটো বিক্রেতা এবং মাদক সেবনকারী আটক হলেও মুল মাদক কারবারি থাকে ধরাছোঁয়ার বাইরে। তারা বিভিন্ন উপঢৌকন দিয়ে দিদারছে ব্যাবসা বানিজ্য চালিয়ে যাচ্ছে। 

এছাড়া আরেকটি বাহিনী প্রশাসনকে তোয়াক্কা না করে মাদকসহ পতিতা পল্লী নিয়ন্ত্রণ করে। চক্রটি পল্লিতে দেহ ব্যবসা, মানব পাচার, মাদক বাণিজ্যসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে দীর্ঘদিন ধরে। তারা মাদক বাণিজ্য, মানব পাচারসহ সব অপকর্মে নেতৃত্ব দিচ্ছে। তাদের নিয়ন্ত্রণ করতে না পারলে মানব পাচার বন্ধসহ কোনো ভালো কাজই বাস্তবায়ন করা সম্ভব নয়। উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এসব অভিযো তুলে ধরেন কয়েকজন বক্তা। 

বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম,  ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস , উপজেলা আবাসিক স্বাস্থ্য কর্মকড়তা ডাঃ শরিফ ইসলাম। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ খোকন উজ্জামান , বিআইডব্লিউটি এর ঘাট শাখার ম্যানেজার সালাউদ্দিন আহমেদ, উজানচর ইউপির চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেন, দৌলতদিয়া ইউপির চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অবনতি না ঘটে সে ব্যাপারে সচেষ্ট থাকা, প্রতিটি এলাকায় রাতে পাহারা জোরদার করা, দৌলতদিয়া পোড়াভিটার মাদক কারবার ও বাল্য বিবাহসহ প্রতারক চক্রের ব্যাপারে সচেতন থাকা, ঘাট এলাকার ছিনতাইসহ আইন-শৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এসআই/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,