For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে চলন্ত ট্রেনে বাবার মৃত্যু

Published : Wednesday, 28 February, 2024 at 10:13 AM Count : 106

দিনাজপুরেসেতাবগঞ্জ থেকে মেয়েকে নিয়ে ঢাকায় যাওয়ার পথে এক বাবার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান।

মৃত আব্দুস সালাম (৬০) বোচাগঞ্জ উপজেলার ৫ নং ছাতইল ইউনিয়নের দেউড় গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।

মৃত্যুবরণকারী আব্দুস সালামের ভাতিজি জামাই বোচাগঞ্জ উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রমজান আলী জানান, আব্দুস সালামের একমাত্র মেয়ের জামাই  সেনাবাহিনীতে কর্মরত অবস্থায় ৪/৫ মাস আগে মৃত্যুকরণ করেন। সেই মেয়েকে নিয়ে দাবিকৃত টাকা তোলার জন্য ট্রেনযোগে ঢাকা যাচ্ছিলেন। দুপুর আড়াইটার সময় চলন্ত ট্রেনে ঘুমের মধ্যে নাটোর স্টেশন থেকে চাটমোহর স্টেশনের মাঝখানে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন। 
তিনি জানান, আব্দুস সালাম মারা গেছেন তা কেউ বুঝতে পারেননি। অনেক পরে বুঝতে পেরে চাটমোহর ষ্টেশনে লাশটি নামানো হয়। আইনি আনুষ্ঠানিকতা শেষে লাশ রাত সাড়ে ১০টার দিকে বোচাগঞ্জে এসে পৌঁছায়। বুধবার দুপুর ২টার দিকে দেউড়ে জানাযা অনুষ্ঠিত হবে।

৫ নং ছাতইল ইউনিয়নের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবু ট্রেনে আব্দুস সালামের মৃত্যুর তথ্যটি জানিয়েছেন।

দিনাজপুর ষ্টেশন সুপার এ কে এম জিয়াউর রহমান জানান, ঘটনা শুনেছি। ছুটিতে থাকার কারণে বিস্তারিত জানাতে পারলাম না।

-এএইচ/এমএ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,