For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গোয়ালন্দে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিষ্কার করলো ছাত্রলীগ

Published : Saturday, 17 February, 2024 at 5:28 PM Count : 84

অযত্ন আর অবহেলায় পড়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে পরিস্কার করলেন গোয়ালন্দ পৌর ছাত্রলীগের নেতাকর্মীরা।

শনিবার (১৭ফেব্রুয়ারি) দুপুরে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল ও সাধারণ সম্পাদক আকাশ কুমার সাহার নেতৃত্বে এ পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেন তারা।

এ প্রসঙ্গে পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহমেদ সজল বলেন, বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মিত হওয়ার পর থেকেই অযত্ন আর অবহেলায় পড়ে থেকে ময়লা-আবর্জনা আর ধুলাবালিতে নর্দমার স্তূপে পরিণত হয়েছে সেখানকার পরিবেশ। এছাড়া এ ভবন উদ্বোধনের পর থেকেই ভবনটি তালাবদ্ধ হয়ে পড়ে আছে। এদিকে ভবনের সামনে প্রতি সপ্তাহে গরুর হাট বসছে। এতে ভবন (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স) ও ম্যুরালের চারপাশে গোবরসহ বিভিন্ন ময়লা-আবর্জনার স্তূপ জমে পচা দুর্গন্ধ ছড়িয়ে এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। যেহেতু সামনে ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে নির্মিত বঙ্গবন্ধু ম্যুরাল ও মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন ধুয়ে মুছে এবং চারিপাশে ময়লা আবর্জনার স্তুপ পরিস্কার পরিচ্ছন্ন করতে পেরে আমরা সকলেই উচ্ছ্বসিত। এছাড়াও এখান থেকে গরুর হাটটি অপসারণ করতে এবং এখানে ময়লা-আবর্জনা না ফেলে ডাম্পিং করে অন্যত্র ফেলার ব্যাপারে পৌর মেয়র ও ইউএনও মহোদ্বয়ের কাছে লিখিত আবেদন করবো।

গোয়ালন্দ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা বলেন, বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও বঙ্গবন্ধুর ম্যুরালটির চারিপাশ ময়লার ভাগারে পরিনত হয়েছে। এর সামনে অবস্থিত গরুর হাঁটের কারণে এমন পরিবেশ তৈরি হচ্ছে। আমরা এ গরুর হাটটি অপসারণের জন্য পৌর মেয়র ও উপজেলা প্রশাসনকে বার বার বলেছি কিন্তু তারা এ বিষয়ে কার্যকর কোন পদক্ষেপ গ্রহণ করেননি। তবে গোয়ালন্দ পৌর ছাত্রলীগের এমন পদক্ষেপ সত্যিই প্রসংশার দাবি রাখে। তাদের সাধুবাদ জানাই।
এসআই/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,