For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মুসলিম বিশ্বের সুখ-শান্তি কামনায় শেষ হলো বিশ্ব ইজতেমা

Published : Sunday, 11 February, 2024 at 11:47 AM Count : 207

আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো শেষ হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। রোববার বেলা ১১টা ১৭ মিনিটে মোনাজাত শুরু করেন মাওলানা সাদের ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ। শেষ হয় ১১টা ৪৩ মিনিটে।

এ সময় আমিন আমিন ধ্বনিতে কম্পিত হয় পুরো ইজতেমা ময়দান। তুরাগ তীরে সমবেত হয়ে অশ্রুভেজা চোখে লাখ লাখ মুসল্লি দেশ জাতি ও মুসলিম উম্মাহর ঐক্য-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। আল্লাহর দরবারে দুই হাত তুলে প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নার বুক ভাসায় দেশ-বিদেশের লাখো মুসল্লি। তারা মুসলিম বিশ্বে সুখ শান্তি কামনা করেছেন। 

গোটা দুনিয়ায় পথভ্রষ্ট মুসলমানের সঠিক পথে চলা এবং তাবলীগের কাজে সবাইকে নিয়োজিত হওয়ার তাওফিক কামনা করে মহান আল্লাহর রহমত, মাগফিরাত ও নাজাত প্রার্থনা করা হয়। ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ কামনায় দেশ-বিদেশের লাখ লাখ মুসল্লি স্রষ্টার দরবারে কান্নাকাটি করেন। লাখো কণ্ঠে উচ্চারিত হয় আমিন-আমিন। 

এদিন ফজরের নামাজের পর বয়ান করেন মুফতি মাকসুদ (ভারত), বাংলা তরজমা করেন মাওলানা আব্দুল্লাহ। বয়ানের পরই হেদায়াতের কথা ও দোয়া পরিচালনা শুরু করেন মাওলানা ইউসুফ বিন সাদ (ভারত)। বাংলা তরজমা করছেন মাওলানা মনির বিন ইউসুফ।
এর আগে শনিবার রাত থেকেই আখেরি মোনাজাতে অংশ নিতে টঙ্গীর তুরাগতীরে জড়ো হতে থাকেন মুসল্লিরা। অনেকেই মধ্যরাতে রওনা হয়ে ফজরের নামাজে অংশ নিয়েছেন। লাখ লাখ মুসল্লির মধ্যে ময়দানের আশপাশে অবস্থান নিয়েছেন নারীরাও।

মুসল্লিদের আসা-যাওয়া নির্বিঘ্ন করতে টঙ্গীতে যানবাহন ঢোকার পথগুলো নিয়ন্ত্রণে নিয়ে বন্ধ রেখেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। শনিবার দিবাগত রাত ১২টা থেকে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস, টঙ্গীর স্টেশন রোড থেকে মীরের বাজার, কামারপাড়া রোড থেকে মন্নুগেটের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও আবদুল্লাহপুর-আশুলিয়া সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে।  

এ সময় ঢাকাগামী যানবাহনগুলোকে ভোগড়া বাইপাস দিয়ে ৩০০ ফিট রাস্তা ব্যবহার করে চলাচল করতে বলা হয়েছে। যেসব লোকজন ময়মনসিংহ বা গাজীপুর যাবেন, তারা বাইপাইল থেকে জয়দেবপুর চৌরাস্তা হয়ে চলে যেতে নির্দেশনা দেওয়া হয়েছে।

গত ০২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৪ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় বিশ্ব ইজতেমা-২০২৪ এর প্রথম পর্ব। প্রথম পর্বে মাওলানা জুবায়েরের অনুসারীরা ময়দানে উপস্থিত ছিলেন।

-এমআর/এমএ

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু
আম বয়ানে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব
শুক্রবার দ্বিতীয় পর্বের ইজতেমা শুরু
মুসলিম উম্মার শান্তি ও ঐক্য কামনায় মোনাজাত করে শেষ হলো ইজতেমা
তুরাগতীরে দেশের বৃহত্তম জুমার জামাত অনুষ্ঠিত
বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু
বিশ্ব ইজতেমার তারিখ নির্ধারণ

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,