For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বাঘায় টিসিবি’র কার্ড নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

Published : Friday, 9 February, 2024 at 11:21 AM Count : 146



রাজশাহীর বাঘায় বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন (টিসিবি) খাদ্য বিতরণের কার্ড নিয়ে চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। 

গত ৫ ফেব্রুয়ারি স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক ও নির্বাহী অফিসারের নিকট আলম হোসেন নামের এক আওয়ামী লীগ নেতা লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার বাউসা ইউনিয়ন পরিষদের অধীনে ১ হাজার ৮০০ কার্ডধারী রয়েছে। এরমধ্যে প্রায় ৭০০-৮০০ কাডধারী বৈধভাবে টিসিবি সুবিধা ভোগ করছেন। বাঁকি কার্ডধারীরা সুবিধা বঞ্চিত হচ্ছে। তারা ২/৩ মাস যাবত টিসিবি পণ্য না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। এ নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর চেয়ারম্যানকে অবরুদ্ধ করে তার বিরুদ্দে বিক্ষোভ করেছিলেন শতশত টিসিবি কার্ডধারীরা।

এদিকে এলাকার হতদরিদ্রদের নামে বরান্দকৃত ভিজিএফ, ভিজিডি, বয়স্ক, প্রতিবন্ধী, মাতৃত্বকালীন ও বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নামে বিভিন্ন মাধ্যমে উৎকোচ নেন বলে চেয়ারম্যানের বিরুদ্ধে এ অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ রয়েছে একজনের নাম আরেকজনের ছবি দিয়ে কার্ড দেওয়া হয়েছে। চেয়ারম্যানকে বলার পরে কোন ব্যবস্থা নেয়নি। 

এ বিষয়ে বাউসা ইউনিয়ন চেয়ারম্যান নুর মোহাম্মদ তুফান বলেন, আমি কারো কাছে কার্ড বেঁচে খাইনি। আমি নির্বাচিত হওয়ার আগে টিসিবি কার্ড তৈরীতি কিছুটা অনিয়ম ছিল। এ কারনে কার্ড জমা নিলেও পরে ফেরত দিয়েছি। তবে অভিযোগকারী নেতা হওয়ার জন্য অহেতুক আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুয়েল আহমেদ বলেন, প্রায় ছয় মাস আগে ২২৬ জন হতদরিদ্রের কাছ থেকে তাদের ছবি সংযুক্ত কার্ড নিয়ে স্লিপ দেন। এ নিয়ে কার্ডধারীরা চেয়ারম্যানকে অবরুদ্ধ করে বিক্ষোভ করতে থাকে। পরে পুলিশের সহায়তায় টিসিবি’র পণ্য বিতরণ স্থগিত করে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়েছিল। 

উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বলেন, আগের নির্বাহী অফিসার থাকতে টিসিবি সংক্রান্তে একটি ঝামেলা হয়েছিল। বর্তমানে যে  অভিযোগ এসছে, সে বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 

এএইচএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,