For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

৮ ইউপি সদস্যের লিখিত অভিযোগ

মৌলভীবাজারে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ

Published : Tuesday, 6 February, 2024 at 6:52 PM Count : 641


মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু এর বিরুদ্ধে সরকারি বরাদ্দ আত্মৎসাদের লিখিত অভিযোগ করেছেন সংশ্লিষ্ট ইউনিয়নের আট ইউপি সদস্য। সোমবার জেলা প্রশাসক কাছে ইউপি সদস্যরা এ অভিযোগ দায়ের করেন। 

এনিয়ে গত কয়েক দিন যাবত চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ দ্বন্দ চরম আকার ধারণ করেছে। এতে করে স্থানীয় উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী। ব্যাহত হচ্ছে নাগরিক সেবা। সুনাম নষ্ট হচ্ছে সরকারের। ম্লান হচ্ছে প্রধানমন্ত্রীর গ্রামকে শহরে রূপান্তরিত করার মহতি উদ্যোগ।

অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদে বরাদ্দকৃত সরকারি, আধা-সরকারি (টিআর/কাবিকা) কাজে ১শতাংশ, অন্যান্য প্রকল্পের কাজ না করে চেয়ারম্যান নিজে মনগড়া প্রকল্প দেখিয়ে টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
এছাড়া ইউপি সদস্যরা অভিযোগে উল্লেখ করেন, চেয়ারম্যান টিসিবির পুরো মালামাল উপকারভোগীদের মধ্যে বিতরন না করে নিজে বিভিন্ন দোকানে চড়া দামে বিক্রি করেন এবং বাড়িতে নিয়ে যান। ইউপি সদস্যদের নিয়ে নিয়মিত মাসিক সভা করছেন না। ইউপি সদস্যরা অনিয়মের প্রতিবাদ করলে চেয়ারম্যান তাদের উপর ক্ষিপ্ত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ইউপি সদস্যদের অভিযোগ, ‘চেয়ারম্যানের অনিয়মে ইউপি সচিবও সহযোগিতা করছেন। তবে ইউপি সচিব তার উপর অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।’

ইউপি সদস্য মামুনুর রশীদ বলেন, ‘১ ফেব্রুয়ারী ইউনিয়নে টিসিবির মালামাল বিতরণ হচ্ছে শুনে আমি সহ অন্যান্য ইউপি সদস্যরা ইউনিয়নে উপস্থিত হয়ে দেখি পুরো মালামাল ডিলারের কাছে নেই। অবশিষ্ট মালামাল কোথায় চানতে চাইলে ডিলার বলেন, এগুলো চেয়ারম্যানের বিষয় আপনাদের জানার অধিকার নেই।

পরবর্তীতে বিষয়টি ইউপি সচিবকে অবগত করলে তিনি ইউনিয়নের অতিথি রুম থেকে ২ লিটার ওজনের ৩৬ বোতল সয়াবিন তেল, ২ কেজি ওজনের ৩৬ প্যাকেট ডাল ও কেজি ওজনের ৩৬ প্যাকেট চাল বের করে দেন।’

ডিলার বলেন, ‘ইউপি চেয়ারম্যান এ মালামাল অতিথি রুমে রেখেছেন।’  

এবিষয়ে ইউপি চেয়ারম্যান এমদাদ হোসেন জুনু বলেন, ‘আমার উপর অনিত অভিযোগ মিথ্যা।’

জেলা প্রশাসক উর্মি বিনতে সলাম বলেন, ‘অভিযোগের বিষয়টি অবগত হয়েছি। লিখিত অভিযোগ হাতে পাওয়ার পর তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

এসএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,