For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শেষ হলো বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা’২০২৪

Published : Saturday, 3 February, 2024 at 7:18 PM Count : 299


বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর) এর উদ্যেগে আয়োজিত ‘বিসিএসআইআর বিজ্ঞান ও শিল্প-প্রযুক্তি মেলা২০২৪’ শেষ হয়েছে। শনিবার বিকেলে বিসিএসআইআরএর ধানমন্ডি ক্যাম্পাসে তিনদিন ব্যাপি মেলাটি শেষ হয়। 

ক্ষুদে বিজ্ঞানীদের এই মিলনমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। 

তিনি ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে নিহত বিসিএসআইআর-এর বিজ্ঞানী ড. আমিন উদ্দিনসহ অন্যান্য নিহত বিজ্ঞানীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বর্তমান ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন , বিজ্ঞান এমন এক বিষয় যা জীবনের সকল ক্ষেত্রে প্রযোজ্য। বিজ্ঞানের প্রতি মনোনিবেশের জন্য আগ্রহ ও আকর্ষণের বিকল্প নেই।  
তাঁর মতে আজকের শিশুর মাঝে লুকিয়ে আছে ভবিষ্যতের নাম না জানা খ্যাতিমান বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ। এসব শিশুদেরকে বিজ্ঞান গবেষণায় পারদর্শী করতে বিসিএসআইআর-এর করণীয় সবকিছু করার জন্য পরিষদের বিজ্ঞানীদের বিশেষ দৃষ্টি দেওয়ার আহ্বান জানান।


বিশেষ অতিথি হিসেবে ক্ষুদে বিজ্ঞানীদের মাঝে উপস্থিত ছিলেন জনাব ফেরদৌস আহমেদ, মাননীয় সংসদ সদস্য, ঢাকা ১০। তিনি বলেন, বিজ্ঞান চর্চায় নিয়োজিত সম্পদ কখনোই শেষ হয় না, বরং জ্যামিতিক হারে বৃদ্ধি পায়। আমাদের শিশুরা যতবেশি বিজ্ঞান মনস্ক হবে বাংলাদেশও তত দৃপ্ত পদে সামনের দিকে এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে তিনি আরও বলেন- স্মার্ট বাংলাদেশ বিনির্মানে বিজ্ঞান গবেষণার বিকল্প নেই। 

সমাপনী অনুষ্ঠানে ”গেস্ট অব অনার” হিসেবে উপস্থিত ছিলেন শিশু স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশনের পরিচালক ও স্বনামধন্য অণুজীব বিজ্ঞানী ড. সেঁজুজি সাহা। তিনি উল্লেখ করেন যে- আমাদের পূর্বপূরুষ নিজেদের রক্ত বিলিয়ে এদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। সময় এসেছে তাঁদের রক্তঋণ শোধ করার। আমাদের উপরে অর্পিত দায়িত্ব ও কর্তব্য পালনের মাধ্যমে সমৃদ্ধশালী বাংলাদেশ গঠন করে কিছুটা হলেও তাঁদের রক্তঋণ শোধ করা যাবে বলে আমি বিশ্বাস করি। 

সভাপতির ভাষণে পরিষদের মাননীয় চেয়ারম্যান, অধ্যাপক ড. মো: আফতাব আলী শেখ ক্ষুদে বিজ্ঞানীদের উদ্দেশ্যে বলেন, তিনদিনের বিজ্ঞান মেলায় অংশ নিয়ে বাকী ৩৬২ দিন বিজ্ঞান থেকে দূরে থাকলে বিজ্ঞান গবেষক হওয়া যায় না। তোমরাই পার জাতিকে নতুন আলোর পথ দেখাতে। সেজন্য তোমাদেরকে তৈরি হতে হবে। চলার পথে সকল বাঁধা অতিক্রম করে তোমরা এগিয়ে যাবে। তোমাদের সেই পথ চলাকে আরও সুন্দর ও মসৃণ করার জন্য বিসিএসআইআর সবসময় তোমাদের পাশে আছে। 

এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,