For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

টিকিট কালোবাজারিদের কোনো ছাড় দেওয়া হবে না: রেলমন্ত্রী

Published : Wednesday, 31 January, 2024 at 9:31 PM Count : 148



সম্প্রতি দেশের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে রেলের টিকিট কালোবাজারির মূলহোতা উত্তম-সেলিমসহ এই চক্রের ১৪ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব। কালোবাজারি রোধে র‌্যাবের এই ভূমিকার প্রশংসা করেছেন রেলপথ মন্ত্রী মো. জিল্লুল হাকিম।

র‍্যাবকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘রেলের টিকিট কালোবাজারি রোধে র‍্যাবের ভূমিকা প্রশংসনীয়।’ এসময় তিনি কালোবাজারিদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
বুধবার রেল ভবনের সভাকক্ষে রেলওয়ে টিকিট কালোবাজারি ও দুর্নীতি প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে আয়োজিত সভায় বক্তব্য দেন মন্ত্রী।

জিল্লুল হাকিম বলেন, ‘সাম্প্রতি রেলে অনেক ঘটনা ঘটেছে, টিকিট কালোবাজারি, রেলের ডিপু থেকে যন্ত্রাংশ চুরি এবং সন্ত্রাসী কর্তৃক অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটছে। এসব ঘটনা আর যাতে না ঘটে এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, ‘একটি চক্র টিকিট কালোবাজারিতে জড়িত। তাদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করতে হবে। সবাই সহযোগিতা করলে টিকেটের কালোবাজারি বন্ধ হবে। এখন কক্সবাজারেও টিকিট কালোবাজারি চক্রে সক্রিয়। আমাদের কাছে তথ্য রয়েছে একটি চক্র রেলের টিকিট জাল করতেছে। তাদেরকে ধরতে হবে এবং এগুলো বন্ধ করতে হবে।'

জিল্লুল হাকিম বলেন, 'ট্রেনে সন্ত্রাসী কর্তৃক আগুনের লাগানোর বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর বেশি গুরুত্ব দিয়েছেন। যারা একের পর এক ট্রেনে আগুন দিয়ে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে মানুষ পুড়িয়ে মারছেন তাদেরকে প্রতিরোধ করব। তাদের প্রতিরোধ করতে না পারলে, রেলের ওপর থেকে মানুষের আস্থা হারাবে। মানুষের আস্থা থাকবে না।'

মন্ত্রী টিকিট কালোবাজারি এবং রেলের সার্বিক নিরাপত্তা ও চুরি বন্ধে আরএনবি, পুলিশ, আনসার, ডিজিএফআই, এনএসআই, সহ সব সংস্থাকে সজাগ থাকার নির্দেশ দেন। একইসঙ্গে সহজ ডটকম এর কর্মকর্তা, রেলের কর্মকর্তা কর্মচারী, নিরাপত্তা কর্মীসহ যারা টিকিটের সঙ্গে সম্পৃক্ত তাদের সতর্ক হতে বলেন।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,