For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সিরাজগঞ্জে বাবা-মা ও মেয়েকে গলা কেটে হত্যা

Published : Wednesday, 31 January, 2024 at 6:20 PM Count : 173



সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা সদরে  কালিচরণ সরকারের ছোট ছেলে বিকাশ সরকার (৪৫), তার স্ত্রী স্বর্ণা রানী সরকার (৪০) ও তাদের একমাত্র সন্তান তাড়াশ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী পারমিতা সরকার তুষি (১৫) কে গলা কেটে হত্যায় অভিযুক্ত একজনকে আটক করেছে জেলা পুলিশ।

আটককৃত রাজিব কুমার ভৌমিক(৩৫) জেলার উল্লাপাড়ার প্রতাপহাট গাড়েশ্বর গ্রামের মৃত বিশ্বনাথ ভৌমিকের ছেলে এবং হত্যাকান্ডের শিকার বিকাশ সরকারের আপন বোনের ছেলে। হত্যাকান্ডে ব্যবহ্নত লোহার রড, হাসুয়া ও রাজিব কুমার ভৌমিকের ব্যবহার করা মোবাইল ও মোটরবাইক উদ্ধার করেছে পুলিশ।
 
বুধবার বিকেলে (৩১জানুয়ারী) সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের হলরুমে এক সংবাদ সম্মেলনে রাজিব কুমার ভৌমিককে আটকের বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল। 
এসময় তিনি বলেন, রাজিব কুমার ভৌমিককের সাথে তার মামা বিকাশ সরকারের আর্থিক সংক্রান্ত বিরোধ থেকে এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে রাজিব কুমার ভৌমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে। 

তিনি আরও জানান, রাজিব কুমার ভৌমিকের বাবা মারা গেলে তার মামা বিকাশ সরকারের সাথে ২০২১ সালে খাদ্য শস্য কেনাবেচা ব্যবসার সাথে যুক্ত হয়। বিকাশ সরকার তার ভাগ্নে রাজিবকে ২০লাখ টাকার পুঁজিও দেন। ব্যবসা চলাকালিন সময়ে রাজিব তার মামাকে লভ্যাংশ সহ প্রায় ২৬ লাখ টাকা প্রদান করেন। কিন্ত বিকাশ সরকার  রাজিবের কাছে ৩৫ লক্ষ টাকা দাবী করেন এবং দ্রুত টাকা পরিশোধের জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে মামা ভাগ্নের মধ্যে বিরোধ দেখা দেয়। 
টাকার ব্যবস্থা না করতে পেরে মামাসহ পুরো পরিবারকে হত্যার পরিকল্পনা করে। সেই পরিকল্পনা মোতাবেক গত ২৭ জানুয়ারি সন্ধ্যায় মামাকে ফোন করে টাকা দিতে তাড়াশের বাসায় আসতে চায়। এসময় বিকাশ বাইরে থাকায় টাকা তার মামীর কাছে দিতে বলে। মামার অনুপস্থিতিতে রাজিব তার মামী ও মামাতো বোনকে হত্যার পরিকল্পনা করে। মামী সন্ধ্যাকালীন পূজা শেষ করে কফি আনতে দোতলা থেকে নিচে দোকানে যায়। এ সুযোগে রাজিব তার কাছে থাকা ব্যাগের ভিতর থেকে ভারী লোহা বেড় করে মামাতো বোন তুষির মাথায় ভারী রড দিয়ে আঘাত করলে জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে যায়। মামী কফি নিয়ে ঘরে প্রবেশ করার সাথে সাথে তাকেও লোহার রড দিয়ে আঘাত করলে সেও মাটিতে পড়ে যায়। সন্ধ্যার পর মামা বাসায় এসে দরজায় করা নাড়ে রাজিব দরজা খুলে দেয়। তার মামা ঘরে প্রবেশ করা মাত্রই মাথায় আঘাত করে মাটিতে ফেলে দেয়। পরে তিন জনকে এক ঘরে নিয়ে হাসুয়া দিয়ে গলা কেটে হত্যা করে এবং ঘরের বাইরে তালা লাগিয়ে নিজ বাড়ীতে চলে যায়। দুই দিন ধরে খোঁজ না পেয়ে স্বজনরা পুলিশকে জানালে পুলিশ তালা ভেঙে তিনজনের গলাকাটা মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যার পর নিহত বিকাশ সরকারের স্ত্রীর বড় ভাই সুকমল চন্দ্র দাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলাটি করেন। পুলিশ বিশেষ ব্যবস্থা ও তদন্ত করে রাজিবকে আটক করে এবং তার কথা মত হত্যাকান্ডে ব্যবহ্নত লোহার রড পাশ্ববর্তি পুকুর থেকে এবং হাসুয়া তার বাড়ী থেকে উদ্ধার করে।

এবি/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,