For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

জয়ের জন্য অপেক্ষা বাড়লো সিলেটের

Published : Tuesday, 30 January, 2024 at 10:10 PM Count : 156


এক এক করে পাঁচ ম্যাচ খেলে ফেললেও এখনো জয়ের দেখা পায়নি সিলেট স্ট্রাইকার্স। ঢাকায় দুই ম্যাচ হারের পর সিলেট এসে হারলো আরো তিন ম্যাচ । সব মিলিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে দলটি। 

এদিন টানা তিন ম্যাচ হারের পর সিলেটকে ৪৯ রানে হারিয়ে আসরে দ্বিতীয় জয় তুলে নিয়েছ ফরচুন বরিশাল।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান সংগ্রহ করে বরিশাল। দলের হয়ে ৪১ বলে সর্বোচ্চ ৬৬ রান করেছেন আহমেদ শেহজাদ। জবাবে খেলতে নেমে ১৭ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ১৭৩ রানে থেমেছে সিলেট।
১৮৭ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই ভুগেছে সিলেট। অফ ফর্মে থাকা নাজমুল হোসেন শান্ত ৭ বলে ৯ রান করে সাজঘরে ফেরেন। আরেক ওপেনার শামসুর রহমান শুভ উইকেটে থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি। তার ব্যাট থেকে এসেছে ২৩ বলে ২৫ রান।

চারে নেমে আরও একবার ব্যর্থ হয়েছে মাশরাফি। বল হাতে বাজে সময় পার করা অধিনায়ক ব্যাট হাতেও সুবিধা করতে পারেননি। চার বলে দুই রানের বেশি করতে পারেননি তিনি। মিডল অর্ডারে বেনি হাওয়েল কিছুটা আশা দেখালেও ২৪ রানে থেমেছেন।

এক প্রান্তে ব্যাটারদের এমন আসা-যাওয়ার মধ্যেও আরেক প্রান্তে দুর্দান্ত ব্যাটিং করেছেন জাকির হাসান। এই টপ অর্ডার ব্যাটার যতক্ষণ উইকেটে ছিলেন ততক্ষণ ম্যাচে ছিল সিলেট। তবে ৪৬ রান করে তিনি সাজঘরে ফিরলে আর বেশিদূর এগোতে পারেনি সিলেট।

বরিশালের হয়ে ২৯ রানে চার উইকেট শিকার করেছেন মোহাম্মদ ইমরান। তাছাড়া ২টি করে উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ ও খালেদ আহমেদ।

এর আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বরিশালের। ইনিংসের দ্বিতীয় ওভারেই সাজঘরে ফেরেন তামিম ইকবাল। ৮ বলে ২ রান করেছেন অধিনায়ক। তিনে নেমে সুবিধা করতে পারেননি প্রীতম কুমারও। তার ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান।

৩৩ রানে দুই উইকেট হারানো ফরচুনদের ভাগ্য বদলে দেন আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার জুটি। এই দুইজনে তৃতীয় উইকেটে যোগ করেন ৫০ রান। ১৭ বলে ২০ রান করেছেন সৌম্য। আর শেহজাদ ফিরেছেন ৬৬ রান করে।

এরপর মুশফিকুর রহিম ২২ রান করে সাজঘরে ফিরলেও রীতিমতো ঝড় তোলেন মাহমুদউল্লাহ। তার ব্যাট থেকে এসেছে ২৪ বলে অপরাজিত ৫১ রান। আর মিরাজ করেছেন ছয় বলে অপরাজিত ১৫ রান।


এমবি



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,