For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

রাবির নির্মাণাধীন হলের ছাদ ধসে আহত ৯, নির্মাণ ত্রুটির কথা বলছে ফায়ার সার্ভিস

Published : Tuesday, 30 January, 2024 at 9:26 PM Count : 197


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নির্মাণাধীন শহীদ এএইচএম কামারুজ্জামান হলের একটি ছাদ ধসে অন্তত ৯ জন শ্রমিক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস বলছে, নির্মাণ ত্রুটির কারণেই রাবির হলের ছাদ ধস পড়েছে। এ ঘটনায় তাদের ৮টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ঘটনা শুনে তাৎক্ষণিকভাবে কামারুজ্জামান হলে আসি। এখন পর্যন্ত নয় জন শ্রমিককে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ চলমান রয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
আহত শ্রমিকদের মধ্যে তিনজনকে প্রথমেই রামেক হাসপাতালে নেওয়া হয়। তাঁরা হলেন—গাইবান্ধার সাঘাটার আজাদুল (৩৫), চাঁপাইনবাবগঞ্জের অনুপনগরের সিফাত (২২) ও রাজশাহীর গোদাগাড়ীর শিহাব (২৫)। অন্য দুই শ্রমিককে প্রথমে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র এবং পরে রামেক হাসপাতালে পাঠানো হয়।

প্রক্টর বলেন, রাবির একটি প্রকল্পের আওতায় ১০তলা বিশিষ্ট শহীদ এএইচএম কামারুজ্জামান আবাসিক হল এবং ২০তলা বিশিষ্ট একাডেমিক ভবন নির্মাণের কাজ চলছে। ঠিকাদারি প্রতিষ্ঠান মজিদ সন্স কনস্ট্রাকশন লিমিটেড প্রকল্প দুটির কাজ করছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর সূত্রে জানা যায়, শহীদ এএইচএম কামারুজ্জামান হলে ৩০ ফিট উচ্চতার একটি অডিটোরিয়াম নির্মাণের কাজ চলছিল। সোমবার অডিটোরিয়ামের ছাদের ঢালাই সম্পন্ন হয়। তবে হঠাৎ মঙ্গলবার দুপুরে শার্টারিং ধসে পড়ে। এতে বেশ কয়েকজন কর্মরত শ্রমিকরা চাপা পড়েন। এদের মধ্যে ৯ জনকে উদ্ধার করা হয়েছে।

কামারুজ্জামান হলের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী আবু বক্কর বলেন, সোমবার হলের অডিটোরিয়ামের ছাদের ঢালাই ছিল। সে ঢালাইয়ে কোনো অনিয়ম ছিল, তাই ধসে পড়েছে।

রাজশাহী ফায়ার সার্ভিসের বিভাগীয় প্রধান ওহিদুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের শহীদ এএইচএম কামরুজ্জামান হলের নির্মাণাধীন একটি অংশ ধসে পড়েছে। আমাদের ৮টি ইউনিট উদ্ধার কাজ করছে। ছাদে মোট ১১ জন ছিল, ৯ জন শ্রমিক ও দুজন কোম্পানির লোক। শ্রমিক নয় জনই উদ্ধার হয়েছেন। আর কোম্পানির দুজন পলাতক আছেন বলে খবর পওয়া গেছে।

ধসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, কর্মচারীদের কাছ থেকে পাওয়া তথ্যমতে নির্মাণ ত্রুটির কারণে এই ধস হয়েছে বলে জানা যাচ্ছে। এ ঘটনায় তিনজনকে আমরা হাসপাতালে পাঠিয়েছি। আর কেউ চাপা পড়ে আছে কি না এজন্য উদ্ধার অভিযান চলমান রয়েছে। উদ্ধার অভিযান শেষ হলে বিস্তারিত বলা যাবে।

সার্বিক বিষয়ে প্রকল্প পরিচালক খন্দকার শাহরীয়ার বলেন, আমি রাজশাহীর বাইরে রয়েছি। তবে নির্মাণাধীন হলের একটা অডিটোরিয়ামের কাজ চলছিল, সেটার শার্টারিং ধসে পড়ে প্রায় নয় জন শ্রমিক আহত হয়েছে বলে শুনেছি।

রাবির উপ-উপাচার্য সুলতানুল ইসলাম বলেন, এই ঘটনায় যার দায়ই থাকুক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তদন্ত কমিটি করে ব্যবস্থা নেওয়া হবে।


এফএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,