For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

নতুন সংসদের দায়িত্ব নিখুঁতভাবে পালন করা নিয়ে শঙ্কা জিএম কাদেরের

Published : Tuesday, 30 January, 2024 at 8:02 PM Count : 190


দ্বাদশ জাতীয় সংসদ কীভাবে নিখুঁতভাবে তার দায়িত্ব পালন করতে পারবে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা জিএম কাদের। 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, এই সংসদে ৭৫ শতাংশ আসন ক্ষমতাসীন দলের, আর স্বতন্ত্র সংসদ সদস্যরা, যাদের বেশিরভাগই আওয়ামী লীগ সংশ্লিষ্ট, তাদের সংখ্যা ২১ শতাংশ।

বিরোধীরা মাত্র ৩-৪ শতাংশ আসন পেয়েছে। তাই ‘এই সংসদে পুরো জাতির প্রতিফলন খুঁজে পাওয়া কঠিন হবে। এই সংসদ নিখুঁতভাবে দায়িত্ব পালন করতে পারবে না।’
বুধবার সংসদের নবনির্বাচিত স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ধন্যবাদ জ্ঞাপনের আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের ১৯৯৬ সাল থেকে সংসদ সদস্য হিসেবে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন এবং আশা প্রকাশ করেন যে, স্পিকার সংসদ কার্যাবলী পরিচালনায় নিরপেক্ষ ভূমিকা পালন করবেন।

স্পিকারের দায়িত্ব নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, দলীয় সমর্থনে স্পিকার হলেও তিনি নিরপেক্ষভাবে ভূমিকা পালনের চেষ্টা করেছেন। তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা এই নিরপেক্ষতা বজায় রাখবেন।’

স্পিকারের ডান পাশে সরকারি দল এবং বাম পাশে বিরোধী দলের আসনের কথা উল্লেখ করে জিএম কাদের বলেন, তারা উভয় পক্ষের সমান দৃষ্টিতে দেখতে চান।

তিনি বলেন, একটি সরকারি দল, অন্যটি বিরোধী দল।

৭ জানুয়ারির জাতীয় নির্বাচনের ফলাফল উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদ সব দলের মিলনস্থল।

জাতীয় পতাকার রং লাল ও সবুজ উল্লেখ করে জিএম কাদের বলেন, এটা শুধু লাল নয়, সবুজও নয়। সরকারি দলকে যদি লাল বলা হয়, তাহলে এই সংসদ একেবারে লাল।

তিনি বলেন,‘সবুজ মাত্রই একটা ছিটেফোঁটা। এই সংসদে পুরো জাতির চিত্র খুঁজে পাওয়া কঠিন হবে। বর্তমান সংসদ কতটুকু জাতির প্রতিনিধিত্ব করতে পারবে, তা নিয়ে শঙ্কা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, দুই অংশের কর্মকাণ্ডের মধ্যে ব্যবধান কমাতে পারলে সংসদ কার্যকর বলে বিবেচিত হবে।

চলতি মাসের নির্বাচনে মাত্র ১১টি আসনে জয়ী জাতীয় পার্টির নেতা জিএম কাদের বলেন, ‘এই আশঙ্কা অবাস্তব নয়।

সরকারের বিরোধীরা আরো সক্রিয় ভূমিকা পালন করতে পারে বা করবে।’

সংসদকে আরো কার্যকর করতে তিনি কিছু প্রস্তাবনা তুলে ধরেন।

স্পিকার সংসদে বিরোধী দলের সদস্যদের মতামত প্রকাশের সুযোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সংসদে ভারসাম্যহীনতা কমাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তাই আমরা স্পিকারের সহযোগিতা কামনা করি।

সূত্র : ইউএনবি

এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,