For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

থেমেছে শিশুর দূরন্তপনা, বাঁচার আকুতি

Published : Friday, 26 January, 2024 at 3:53 PM Count : 126



অবুঝ শিশু সৈকত মন্ডল। বয়স সবেমাত্র সাড়ে ৩ বছর। অন্যান্য শিশুদের সাথে খেলাধুলা, হৈহুলোড় অন্ত ছিলো না। সারাক্ষণ ঘর-আঙ্গিনা থেকে ছুটেচলা পাশের বাড়িতেও। যেন আনন্দময় শৈশবে মাতিয়ে দিতো বাবা-মাসহ প্রতিবেশীদের। এরই মধ্যে থমকে গেছে তার দূরন্তপনা। 

বর্তমানে সে দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্তে গৃহবন্দি হয়ে পড়ছে। ইতোমধ্যে চিকিৎসাসেবায় পথে বসেছে পরিবারটি। এখন টাকার অভাবে বন্ধ রয়েছে চিকিৎসা নেওয়া। তাই সন্তানকে সুস্থ করার জন্য দানশীলদের প্রতি আকুতি জানিয়েছে তারেক মন্ডল ও সাথী বেগম দম্পতি। 
সম্প্রতি গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার জামালপুর ইউনিয়নের খোর্দ্দ রসুলপুর গ্রামে হতদরিদ্র পরিবারে দুশ্চিন্তায় দেখা যায় শিশুর বাবা-মাকে। বিষয়টি জানতে চাইলে হাউ-মাউ করে কেঁদে ওঠেন ওই দম্পতি।

স্থানীয়রা জানান, ওই গ্রামের বাসিন্দা তারেক মন্ডল পেশায় একজন অটোভ্যান চালক। স্ত্রী সন্তান নিয়ে কোনমতো জীবিকা নির্বাহ তার। দাম্পত্য জীবনে একমাত্র ছেলে সৈকতকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো তারেকের। এরই মধ্যে এ শিশুটির শরীরে ব্লাড ক্যান্সার ধরে পড়ে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. সাহিদুর রহমান চৌধুরী সবুজ প্রাথমিক এ রোগটি সনাক্ত করেন। এরপর থেকে চিকিৎসাসেবায় প্রায় পৌনে ২ লাখ টাকা ব্যয় করেছে ভ্যানচালক বাবা তারেক মন্ডল। ইতোমধ্যে সেই ভ্যানটি বিক্রিসহ বিভিন্ন এনজিও সংস্থার ঋণ নিয়ে চিকিৎসা চালানো হয়। বিদ্যমান পরিস্থিতিতে একদম নিঃশ্ব হয়ে পথে বসেছে তারেক মন্ডল। 

এদিকে সন্তানের যতই দিন যাচ্ছে ততই অসুস্থতা বেশী দেখা যাচ্ছে। এমতাবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. এটিএম আতিকুর রহমানসহ বিশেষজ্ঞ চিকিৎসকরা জানিয়েছে শিশুটির উন্নত চিকিৎসেবা দ্রুত নেওয়া দরকার। এতে ব্যয়বহুল খরচ করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে পরিবারটির। এখন সন্তানকে বাঁচাতে মানুষের কাছে সাহায্যের আকুতি করছে তারা।  

এসব তথ্য নিশ্চিত করে অসুস্থ শিশুর মা সাথী বেগম কান্নাজড়িতে কন্ঠে বলেন, অভাব-অনটনের সংসার। তাদের নুন আনতে পান্তা ফুড়ায়। আমার একমাত্র অবুঝ ছেলের দিকে তাকালে চোখের পানি আটকাতে পারি না। এখন টাকার অভাবে ওর চিকিৎসাসেবা বন্ধ হয়েছে। সবাই যদি মানবিক সহায়তা করতেন, তাহলে হয়তো সন্তানকে সুস্থ করা সম্ভব। সহযোগিতায় বিকাশ নম্বার (তারেক) ০১৭৪৪৪১৭৫৯৭। 

এ বিষয়ে সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মানিক চন্দ্র রায় বলেন, ক্যান্সারসহ জটিল ৬টি রোগের জন্য আমাদের দফতর থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অসুস্থ শিশু সৈকত মন্ডলের পক্ষে নির্ধারিত ফরমে আবেদন করলে সেটি দেখে বিবেচনা করা যেতে পারে। 

টিএইচজে/এসআর
 


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,