For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

সংসদ নির্বাচনী পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মানববন্ধন

Published : Saturday, 20 January, 2024 at 6:47 PM Count : 280


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বাপর সহিংস পরিস্থিতির প্রতিবাদে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

শনিবার বেলা ১২ টার দিকে শহরের হবিগঞ্জ রোডস্থ শ্রীশ্রী জগন্নাথদেবের আখড়া সম্মুখে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার আয়োজনে উক্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘আজ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সমগ্র বাংলাদেশে একই সময়ে মানববন্ধন কর্মসূচি পালন করছে। প্রতিবাদ হচ্ছে, বিগত এই জাতীয় নির্বাচনে যে সহিংসতা হয়েছে দেশের বিভিন্ন জায়গায় এই সহিংসতার সুষ্ঠু বিচারের দাবিতে আজকের এই মানববন্ধন কর্মসূচি। 
আপনারা জানেন, মুক্তিযুদ্ধের চেতনায় যে সরকার ঘটিত হয়েছে, সেটাতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, ঐক্য পরিষদসহ সকলেরই সমর্থিত এই সরকার। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে আমাদের যে আশ্বস্ত করেছেন, বাংলাদেশের সকল ধর্মের মানুষের সমান অধিকার এবং সেই অধিকারের যে অধিকারটুকু আছে সেই অধিকারটুকু শক্ত করে সমন্বিত থাকবে। কিন্তু বিভিন্ন সময় নির্বাচনকালে দেখা যায় যে সহিংসতা হয়, এবং এই সহিংসতাগুলোর সুষ্ঠু বিচার হয় না। বিগত নির্বাচনকালী সময়েও একই ধরনের সহিংসতা হয়েছে।’

বক্তারা আরো বলেন, ‘দেশে বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় এবং আদিবাসী সম্প্রদায়ের উপরে নির্যাতন নিপীড়ন হয়েছে। 

বিচারপতি সাহাবুদ্দিন আহমেদকে নিয়ে যে কমিশন গঠিত হয়েছে, সেই কমিশন যে সুপারিশগুলো করেছিলেন সেই সুপারিশগুলো আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নাই। বাস্তবায়িত না হওয়ার কারণে এবং সুষ্ঠু বিচার না হওয়ার কারণে সন্ত্রাসীরা ধর্মীয় সংখ্যালঘু ও আদিবাসীদের উপর আক্রমণ করে এবং তাদের সাহস দিনদিন বেড়ে যায়। সুতরাং বর্তমানে নতুন সরকার ক্ষমতায় বসেছেন, আমরা প্রধানমন্ত্রীর কাছে এই দাবিটুকুই রাখবো। যারাই যখন এই দেশের ধর্মীয় সংখ্যালঘু এবং আদিবাসী সম্প্রদায়ের উপর আক্রমণ নির্যাতন করবেন, আমরা আশা করি প্রধানমন্ত্রী অত্যন্ত কঠোরভাবে এই সমস্ত জিনিসগুলোর বিচার করবেন এবং দোষী ব্যক্তিদের শাস্তি প্রদান করবেন।’

পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি ডা. হরিপদ রায় এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সহসভাপতি অজয় দেব, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখর সাধারণ সম্পাদক সমীরণ সরকার, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি সুমন রায়, পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল সদর ইউনিয়ন শাখার সভাপতি অলক পাল প্রমূখ।

উক্ত কর্মসূচির সঞ্চালনা করেন সরকারি প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি জহর তরফদার। কর্মসূচিতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সকল নেতৃবৃন্দ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।


আরএ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,