For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ভুয়া ডাক্তারের কারাদণ্ড

Published : Saturday, 13 January, 2024 at 12:10 PM Count : 259

নোয়াখালীবেগমগঞ্জে এক ভুয়া ডাক্তারকে দুই বছরের কারাদণ্ডসহ ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলার পৌর এলাকার আলীপুর চৌমুহনী-মাইজদী প্রধান সড়কের পাশে অবস্থিত ল্যাব এইড থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়। 

দণ্ডপ্রাপ্ত  হাবিবুর রহমান (৪৭) রাজবাড়ীর বালিয়াকান্দি থানার বাওনারা গ্রামের বাসিন্দা। তিনি মেডিসিনের সহকারী অধ্যাপক পরিচয়ে প্রতারণা করে আসছিলেন।

র‍্যাব-১১ সিপিসি-৩ ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান জানান, ভুয়া ডাক্তার রাকিব আহসান নামে নিজেকে বাংলাদেশ মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকার সহকারী অধ্যাপক ও নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ল্যাব এইড ডায়াগনস্টিক এ জনসাধারণের সঙ্গে প্রতারণাপূর্বক রোগী দেখার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এমন খবরের ভিত্তিতে র‍্যাব-১১ এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি আসিফ আল জিনাতসহ ল্যাব এইড ডায়াগনস্টিক নোয়াখালী শাখায় অভিযান চালায়।  
পরে একই দিন বিকেলে প্রতারণার আশ্রয় নিয়ে ইচ্ছাকৃত ভাবে নিজেকে একজন স্বীকৃত চিকিৎসক হিসেবে পরিচয় দেওয়ার অপরাধে হাবিবুর রহমানকে মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইনে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।  

জানা যায়, আটক ভুয়া ডাক্তার নিজেকে ডা. রাকিব আহসান ও ডা. মো. রাকিব হাসান শুভ পরিচয় দিলেও তার প্রকৃত নাম হাবিবুর রহমান। আটক আসামি নিজেকে এমবিবিএস ও নিউরো মেডিসিনের বিশেষজ্ঞ ডাক্তার পরিচয় দিয়ে মেডিল্যাব জেনারেল হাসপাতাল, মানিকগঞ্জ, আলো ডায়াগনস্টিক সেন্টার, ঈশ্বরদী, পাবনা, কুয়েত প্রবাসী হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, বরগুনা, ভোলা ডায়াগনস্টিক সেন্টার, ভোলা, কমফোর্ট ডায়াগনস্টিক ল্যাব, বরিশালসহ দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে জনসাধারণের সঙ্গে প্রতারণাপূর্বক রোগী দেখার নাম করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

এসময় অভিযানে আরও উপস্থিত ছিলেন- বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত, জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. ফয়সাল। 

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,