For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে গেলেন তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগম

Published : Monday, 8 January, 2024 at 3:31 PM Count : 198


মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের তিনবারের সংসদ সদস্য মমতাজ বেগমকে হারিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ। 

নির্বাচনে ৮৮ হাজার ৩০৯ ভোট পেয়েছেন জাহিদ আহম্মেদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগম পেয়েছেন ৮২ হাজার ১৩৮ ভোট। এই হিসেবে ৬ হাজার ১৭১ ভোট বেশি পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী।

রোববার রাত ১১টার দিকে দেলোয়ারী ট্রেনিং কর্মকর্তা রেহানা আকতার এই ফলাফল ঘোষণা করেন।
বিজয়ী স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহম্মেদ জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। সিঙ্গাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ বেগম ২০০৮ সালে মানিকগঞ্জ-২ আসনে সংরক্ মহিলা আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এর পর ২০১৪ ও ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে মমতাজ বেগম আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সূত্রে জানা গেছে, সিঙ্গাইর-হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত মানিকগঞ্জ-২ সংসদীয় আসন। আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৬৬ হাজার ৯৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৪ হাজার ৮৭৩ জন এবং নারী ভোটার ২ লাখ ৩২ হাজার ১১৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৩ জন। এই আসনে মোট ভোটকেন্দ্র সংখ্যা ১৯৩ টি।

এই আসনে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগের (নৌকা) মমতাজ বেগম, স্বতন্ত্র প্রার্থী (মোড়া) দেওয়ান সফিউল আরেফিন টুটুল, স্বতন্ত্র প্রার্থী (কেটলি) মুশফিকুর রহমান হান্নান, স্বতন্ত্র প্রার্থী (ঈগল) শাহাবুদ্দিন আহম্মেদ চঞ্চল, স্বতন্ত্র প্রার্থী (ট্রাক) দেওয়ান জাহিদ আহম্মেদ টুলু, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (নঙ্গর) একেএম ইকবাল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টির (একতারা) এমএ নাহিদ, কৃষক শ্রমিক জনতা লীগের (গামছা) তানভীর হাসান, বাংলাদেশ তরিকত ফেডারেশনের (ফুলের মালা) ফেরদৌস আহম্মেদ আসিফ ও বাংলাদেশ কংগ্রেসের (ডাব) মো. জাকির হোসেন।

বিজয়ী ঘোষনা হওয়ার পর দেওয়ান জাহিদ আহম্মেদ বলেন, 'ভোটারদের ভালোবাসাই আমি বিজয়ী হয়েছেন। মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের ধল্লা সেতুর টোল মওকুফ করাই হবে আমার প্রথম কাজ।'

এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,