For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

শেরপুর -২ আসনে ভোট দিলেন বেগম মতিয়া চৌধুরী

Published : Sunday, 7 January, 2024 at 2:10 PM Count : 300


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা নালিতাবাড়ী আসনের আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী, এলাকার এমপি ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী ভোট দিয়েছেন। 

রবিবার সকাল ১০টা ৯মিনিটে নকলা উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের নিজ স্বামীর বাড়ির পাশে বানেশ্বর্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ওই ভোটাধিকার প্রয়োগ করেন।

সুত্রে জানা গেছে, শেরপুর-২ আসনে মতিয়া চৌধুরী ছাড়া স্বতন্ত্র ও জাসদসহ মোট তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার রয়েছেন ৪ লাখ ১১ হাজার ৬৯৫জন। 
সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোটাররা ১৫৪টি ভোট কেন্দ্রের ৯০৬টি ভোট কক্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। এই রিপোর্ট লিখা পর্যন্ত (দুপুর ১ টা) কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। 

ভোটাধিকার প্রয়োগকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মতিয়া চৌধুরী বলেন, জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী। তাছাড়া ভোট কেন্দ্রের পরিবেশ খুব ভালো। ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট দিচ্ছেন। বিএনপি এই নির্বাচনে অংশগ্রহন না করে ভুল করেছে। 

প্রসঙ্গত, শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে আইন-শৃঙ্খলা রক্ষায় দুই প্লাটুন সেনাবাহিনী, তিন প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র‌্যাব, চার প্লাটুন আনসার ব্যাটালিয়ান সদস্য, প্রায় ১২শ পুলিশ সদস্য ও প্রতিটি কেন্দ্রে ১২ জন করে মোট ৫ হাজার ৮৮ জন আনসার ভিডিবি সদস্য ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি জেলায় ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নির্বাচনী দায়িত্ব পালন করছেন।

এমএস/এমবি



-


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,