For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

লক্ষ্মীপুরে নৌকার এজেন্ট ও কর্মীদের ভয়ে আসেননি অন্য এজেন্টরা

Published : Sunday, 7 January, 2024 at 1:06 PM Count : 270


কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে লক্ষ্মীপুরের চারটি আসনে ভোট গ্রহণ শুরু হয়েছে। রোববার সকাল ৮টায় জেলার ৪৭৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহণ শুরু হয়।

তবে শীত বেশী থাকায় ও বিএনপি-জামায়াত নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটারদের উপস্থিতি তেমন লক্ষ্য করা যায়নি। বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪ টা পর্যন্ত।

সকালে ভোট শুরু সময় ভোটারদের কেন্দ্রে লাইন ধরে দাঁড়িয়ে ভোটের জন্য অপেক্ষা করতে দেখা যায়। এ ছাড়াও, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত উপস্থিতিও দেখা গেছে। এখনো পর্যন্ত কোন অপ্রীতিকর খবর পাওয়া যায়নি। 
জেলা জাতীয় পার্টির যুগ্ম-সাধারণ সম্পাদক রাকিব গত ৫ নভেম্বর লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়নে নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকুর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে জাল ভোট ও কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযাগ এনে ওইদিন দুপুরেই তিনি ভোট বর্জন করেন। তখন তিনি 'এ ধরনের নির্বাচনে অংশগ্রহণ করবেন না' বলেও সংবাদ সম্মেলনে জানিয়েছেন।

সদর উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে লক্ষ্মীপুর-৩ আসন গঠিত। চার লাখ তিন হাজার ভোটারের এ আসনে রাকিব ছাড়াও আরও ৫ জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন। তারা হলেন নৌকার প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু (নৌকা), স্বতন্ত্র প্রার্থী ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ সাত্তার (ট্রাক) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মাহাবুবুল করিম টিপু (হাতুড়ি), তৃণমূল বিএনপির মো. নাইম হাসান (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয় পার্টির আবদুর রহিম (কাঁঠাল)।

লক্ষ্মীপুর-২ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫১ হাজার ৪২৬। পুরুষ ভোটার ২ লাখ ৩১ হাজার ৮৮৯, নারী ভোটার ২ লাখ ১৯ হাজার ৫৩৫, তৃতীয় লিঙ্গের ২ জন। ভোট কেন্দ্র ১৪৬। মোট প্রার্থী ১৩ জন।

তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নুরউদ্দিন চৌধুরী নয়ন (নৌকা), জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদ (লাঙ্গল), জাসদের মো. আমির হোসেন (মশাল), তৃণমূল বিএনপির আব্দুল্লাহ্ আল মাসুদ (সোনালী আঁশ), বাংলাদেশ সুপ্রিম পার্টির জহির হোসেন (একতারা), বাংলাদেশ কংগ্রেস জোটের মো. মনসুর রহমান (ডাব), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মো. মোরশেদ আলম (চেয়ার), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. শরিফুল ইসলাম (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মো. ফরহাদ মিয়া (হাত ঘড়ি) মুক্তিজোটের মো. ইমাম উদ্দিন সুমন (ছড়ি), স্বতন্ত্র চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনা (তরমুজ), স্বতন্ত্র সেলিনা ইসলাম (ঈগল), স্বতন্ত্র এফএম জসিম উদ্দিন (ট্রাক)।

এবার লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনে ভোটার সংখ্যা ১৪ লাখ ৯৬ হাজার ৫৯৬। তাদের মধ্যে নারী ভোটার ৭ লাখ ২২ হাজার ৩৯৯, পুরুষ ভোটার ৭ লাখ ৭৪ হাজার ১৯৩। আর হিজড়া ভোটার চারজন। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩১ জন প্রার্থী।
নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে জেলায় সেনাবাহিনীর ৩৪৫ জন সদস্য, ১০ প্লাটুন বিজিবি, র্যা বের ৮টি পেট্টোল টিম, পুলিশ, কোস্টগার্ড ও আনসার সদস্যসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছেন।

জেলা পুলিশ সুপার মো. তারেক বিন রশিদ বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো হুমকি-ধামকি দিয়ে লাভ হবে না। ভোট হচ্ছে শতভাগ স্বচ্ছ ও অবাধ। ভোটাররা যেন নির্বিঘ্নে নিরাপদে ভোট দিতে সে, ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। 

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সুরাইয়া জাহান বলছেন, ৪৭৭টি কেন্দ্রের মধ্যে ৪১২টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে কাজ করেছি। নির্বাচনী পরিবেশ নষ্ট করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি উৎসবমুখর পরিবেশ ও শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটাররা নির্বিঘ্নে যেন কেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে, সে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ডাবলইউ/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,