For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মৌলভীবাজার-৩: উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছেন জিল্লুর রহমান

Published : Friday, 5 January, 2024 at 3:18 PM Count : 479



পর্যটনসমৃদ্ধ জেলা মৌলভীবাজার-৩ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান। খুব অল্প সময়ের মধ্যে যিনি মন জয় করেছে আপামর জনসাধারণের। তিনি স্বপ্ন দেখেন, মানুষকেও স্বপ্ন দেখাচ্ছেন। এমন সব উন্নয়ন কাজের উন্নয়ন পরিকল্পনা নিয়েছেন, যা আগে কেউ বলেনি। এ যেন অসম্ভবকে সম্ভব করার ক্যারেশমেটিক নেতা। প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়ে মৌলভীবাজার জেলায় চমক সৃষ্টি করেছেন তিনি।

৭ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পরই মনস্থির করেন যে, মৌলভীবাজার-৩ আসনের মানুষের আকাঙ্ক্ষার চেয়ে বেশি উন্নয়ন করবেন। তাই কোমর বেঁধে নেমেছেন মাঠে। মৌলভীবাজার সদর উপজেলা ও রাজনগর উপজেলার ২০টি ইউনিয়ন ও একটি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে নিজের টিম পাঠিয়ে মানুষের কথা শুনেছেন জিল্লুর রহমান। তৈরি করেছেন উন্নয়ন পরিকল্পনা। এখন যে ইউনিয়ন ওয়ার্ডেই যান তিনি নির্বাচনী সভা শুরু করেন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে। এ যেন চাওয়ার আগেই পাওয়া। মানুষের দাবির আগেই তিনি বলে দেন কোন ওয়ার্ডে কী কী প্রয়োজন। এমন প্রতিশ্রুতিতে আশান্বিত হয়ে আনন্দের জোয়ার বইছে মৌলভীবাজার-৩ আসনে। সর্বস্তরের মানুষ দল-মত নির্বিশেষে এখন মোহাম্মদ জিল্লুর রহমানের জন্য কাজ করছেন।
বৃহস্পতিবার রাতে মৌলভীবাজার শহরের চৌমুহনা চত্বরে জনসভায় তিনি তার নির্বাচনী ইশতেহারে উন্নয়ন পরিকল্পনাগুলো প্রকাশ করেন। এ সময় জিল্লুর রহমানের উন্নয়ন প্রতিশ্রুতি শুনে তাকে হাত তুলে স্বাগত জানান জনসভায় অংশ নেওয়া হাজার হাজার জনতা।

প্রতীক বরাদ্দের পর থেকে জিল্লুর রহমান এখন পর্যন্ত এই নির্বাচনী আসনের ৯৫ শতাংশ এলাকায় তিনি গণসংযোগ, উঠান বৈঠক ও জনসভা করেছেন। দীর্ঘ দিন পর একজন পরিচ্ছন্ন মানুষকে প্রার্থী দেখে আনন্দে জোয়ার বইছে দলীয় নেতাকর্মীদের মধ্যেও।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান তরফদার বলেন, আমাদের নেত্রী বুঝে শুনে যোগ্য প্রার্থীকেই মনোনয়ন দিয়েছে। আমরা বিশ্বাস করি নেত্রীর সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। মোহাম্মদ জিল্লুর রহমান একজন তরুণ, তিনি চাইলে সব অসম্ভবকে সম্ভব করতে পারবেন। তাই আমি মৌলভীবাজার ও রাজনগরবাসীর কাছে আহ্বান জানাই তাকে যেন আমরা বিপুল ভোটে নির্বাচিত করে সংসদে পাঠাতে।

সাবেক সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান বাবুল বলেন, আমাদের এই আসন দীর্ঘদিন উন্নয়নবঞ্চিত ছিল। যাই বরাদ্দ আসত সব পকেটে চলে যেত। কিন্তু আমাদের নেত্রী এমন একজন মানুষকে প্রার্থী করেছেন যার লুটপাটের চিন্তা নেই। আমি অবাক হয়েছি, উনার উন্নয়নের চিন্তাধারা দেখে। তিনি বলেন, আশা রাখছি উন্নয়নের সঙ্গে দল-মত নির্বিশেষে সবাই তাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

মৌলভীবাজার-৩ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসিন বলেন, আমার স্বামী প্রয়াত সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসীন আলী এই আসনের এমপি ছিলেন। কিন্তু উনি উনার দায়িত্ব শেষ হওয়ার আগেই সবাইকে ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। জিল্লুর রহমানকে মহসিন আলী ছেলের মতো দেখতেন। আমরা চাই আমাদের কৃতী সন্তান জিল্লুর রহমান এমপি হয়ে মহসিন আলীর অসম্পূর্ণ সব কাজ সম্পন্ন করাক। তাই এখন প্রয়োজন আগামী ৭ জানুয়ারি ভোটকেন্দ্রে গিয়ে জিল্লুর রহমানকে সংসদে পাঠানো।

এরই মধ্যে মোহাম্মদ জিল্লুর রহমান মৌলভীবাজারে মেডিকেল কলেজ, পাবলিক বিশ্ববিদ্যালয়, মৌলভীবাজার ও রাজনগরের আন্তঃমহাসড়ক চারলেনে উন্নীতকরণ, মৌলভীবাজার শহর বাইপাস ও নতুন মনু সেতু, কাউয়াদিঘি হাওরের উন্নয়ন, মনু নদীর ভাঙন থেকে রক্ষাসহ বিভিন্ন উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। এসব প্রতিশ্রুতি পেয়ে খুশি ভোটাররাও।

মৌলভীবাজার-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ জিল্লুর রহমান বলেন, আমাদের একটা টিম গত তিন মাস মৌলভীবাজার ও রাজনগরের প্রতিটি ওয়ার্ডে গিয়ে খোঁজ নিয়েছে কার কী লাগবে। আমরা সেভাবেই উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছি। মৌলভীবাজার-৩ আসনকে দেশের অন্যতম স্মার্ট এরিয়া হিসেবে গড়তে চাই। তিনি বলেন, আমি একটি মহাপরিকল্পনা হাতে নিয়েছি। সেই লক্ষ্যেই কাজ করব। উন্নয়নের ক্ষেত্রে আমি কোনো দলমত দেখব না। আমার একটা অফিস থাকবে সেখানে সবশ্রেণির মানুষ নির্দ্বিধায় যেতে পারবে। আর মানুষ যেটা চাইবে তাদের চাওয়াকে মূল্যায়ন করে আমি সবাইকে সঙ্গে নিয়ে আগামীতে কাজ করব।

মোহাম্মদ জিল্লুর রহমান ১৯৭৮ সালে মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা কামারচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রয়াত আবদুল মছব্বির। তিনি বাংলাদেশের অন্যতম কাচ উৎপাদনকারী প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। মোহাম্মদ জিল্লুর রহমান যুক্তরাজ্যের সিআইএস থেকে এমবিএ, বিএসসি ডিপ্লোমা ডিগ্রি অর্জন করেছেন। খুব কম সময়ে নিজের দক্ষতায় বাংলাদেশের একজন স্বনামধন্য তরুণ উদ্যোক্তা হয়ে উঠেন। দীর্ঘ পাঁচ বছর কাজ করেছেন বিশ্ব ব্যাংকের নগর ও পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা হিসেবে। তিনি আওয়ামী লীগের ধর্মবিষয়ক এবং অর্থ ও পরিকল্পনাবিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক।

এসএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,