For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

মুন্সীগঞ্জ-৩

নৌকার জয়ে বাঁধা আ.লীগ!

Published : Tuesday, 2 January, 2024 at 7:07 PM Count : 568

মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী আসনে নৌকার জয়ে বাঁধা আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে এই আসনের দলীয় সব নেতা মাঠে ময়দানে কাজ করছেন। 

অন্যদিকে নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে নেই কোন দলীয় নেতা। নৌকার প্রার্থী সাধারণ কর্মীদের নিয়েই নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় প্রতিদ্বন্দ্বী দুই পক্ষই মারমুখি অবস্থানে রয়েছেন। প্রতিটি উঠান বৈঠকে স্বতন্ত্র ও নৌকার প্রার্থী এবং তাদের সমর্থকরা প্রকাশ্যে কটুক্তিসহ নানা সমালোচনা ও হুমকি-ধামকি, একে অপরের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করার মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
  
জাতীয় পার্টিসহ অন্যদলীয় প্রার্থীদের এই আসনে নেই কোন ভোট ব্যাংক। তবে, নির্বাচনের দিন যতোই ঘনিয়ে আসছে নির্বাচনী আমেজ ততোই কমছে। প্রার্থী ও তাদের কর্মীদের মধ্যে নির্বাচনী উত্তাপ-উত্তেজনা থাকলেও সাধারণ ভোটার এবং বিএনপির সমর্থকদের মধ্যে ভোট নিয়ে তেমন কোন আগ্রহ দেখা যাচ্ছে না। 

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ নির্বাচনী এলাকা। সদর ও গজারিয়া উপজেলা ১৭টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে মুন্সীগঞ্জ-৩ আসন। এখানে ৪ লাখ ৮২ হাজার ২৯৪ ভোটার রয়েছে। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৯ হাজার ৮৮৮জন এবং মহিলা ভোটার ২ লাখ ৩২ হাজার ৪০৬ জন। 

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ও জেলা আওয়ামী লীগ সভাপতি মো. মহিউদ্দিনের বড় ছেলে মোহাম্মদ ফয়সাল (বিপ্লব)। ফয়সাল বিপ্লবের প্রতীক কাঁচি। 
অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস ২০১৪ সালের জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে মুন্সীগঞ্জের রাজনীতিতে প্রবেশ করলে মহিউদ্দিন পরিবারের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। রাজনৈতিক ক্ষমতার ভাগ-বাটোয়ারা নিয়ে এই দ্বন্দ্বের সূত্রপাত ঘটে। কিন্তু দীর্ঘ দুই মেয়াদে ১০ বছর সংসদ সংদস্য হয়েও মৃণাল কান্তি দাস কোন কমিটিতেই তার অনুসারিতে ভাগ বসাতে পারেননি। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষে তার বাবা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এবং তার চাচা জেলা আওয়ামী লীগের সহসভাপতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিছ উজ্জামান আনিছ মাঠে কাজ করছেন। যদিও আনিছ উজ্জামান আনিছের দুই ছেলে মাঠে ময়দানে কাজ করছেন মৃণাল কান্তি দাসের পক্ষে। তবে, এই দুই ছেলের কোন ভোট কাটতি নেই। 

সদরের চরাঞ্চলের পাঁচটি ইউনিয়নের ভোটে ফ্যাক্টর আনিছ উজ্জামান আনিছ। এছাড়াও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, মুন্সীগঞ্জ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও মিরকাদিম পৌরসভার আওয়ামী লীগের একাংশের আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা কাজ করছেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ফয়সাল বিপ্লবের পক্ষে। 

বহু সংখ্যক নব্য আওয়ামী লীগও রয়েছে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে। এদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন- গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা ও মিরকাদিম পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি শহিদুল ইসলাম শাহীন। আমিরুল ইসলাম একসময় জাতীয় পার্টি ও বিএনপির রাজনীতি করতেন। শহিদুল ইসলাম শাহীন বিএনপি ও বিকল্পধারা করতেন। পঞ্চসারের গোলাম মোস্তফা জেলা বিএনপির আহবায়ক আবদুল হাই ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক, সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের চাচাতো ভাই। বিএনপির আমলে গোলাম মোস্তফা ভয়ঙ্কর সন্ত্রাসী, অস্ত্রবাজ ছিলো। স্থানীয় আওয়ামী লীগের বঙ্গবন্ধুর শাহাদতবার্ষিকীসহ সব অনুষ্ঠানেই বড় বাঁধা ছিলো গোলাম মোস্তফা। এমনকি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের ভাতিজাসহ ছাত্রলীগের কয়েক নেতাকে গোলাম মোস্তফা তার কারেন্টজাল ফ্যাক্টরিতে নিয়ে আটক করে বেধড়ক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় মামলা হওয়ার পর গোলাম মোস্তফা কারাবন্দি ছিলো। 

সবমিলিয়ে এই আসনে নৌকার জয়ে এখন বড় বাঁধা আওয়ামী লীগ। ক্ষমতার ভারসাম্য রক্ষা, সন্ত্রাস-চাঁদাবাজি দমন ও এলাকার শান্তি রক্ষায় কাকে ভোট দিলে ভালো হবে-এই নিয়েও চলছে হিসেব নিকেস।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,