For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

'লালমনিরহাটের সকল উন্নয়ন হয়েছে জাতীয় পার্টির হাতে'

Published : Sunday, 31 December, 2023 at 5:48 PM Count : 150


লালমনিরহাট-৩ (সদর উপজেলা) আসনে যা কিছু উন্নয়ন হয়েছে তা জাতীয় পার্টির হাতেই বলে মন্তব্য করেছেন এই আসনের লাঙলের প্রার্থী জাহিদ হাসান লিমন। 

রবিবার দুপুরে সদর উপজেলার বড়বাড়ি বাজারে জনসংযোগ করতে গেলে ঢাকা মেইলের কাছে তিনি এসব কথা বলেন। জাহিদ হাসান জেলা জাতীয় পার্টির সদস্য সচিব এবং প্রথমবারের মতো এই আসনে সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।

জাহিদ হাসান বলেন, বিগত সময়ে এলাকার যে অসমাপ্ত কাজগুলো রয়েছে, বিশেষ করে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের যে পাঁচশত সত্তর একর জমি নির্ধারণ করেছেন অতি দ্রুত কিভাবে তা প্রতিষ্ঠা করা যায় তার উদ্যোগ নেওয়া হবে। এছাড়া মোগলহাট স্থলবন্দর ও পুরাতন বিমানবন্দরে বিমান চালুর ব্যাপারেও দ্রুত উদ্যোগ নেয়া হবে।
প্রচারে নানাভাবে বাঁধার সম্মুখীন হচ্ছেন দাবী করে জাহিদ বলেন, প্রতিনিয়ত আমার কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে। উঠান বৈঠকগুলো যাতে না করতে পারি সেজন্য সরকারদলীয় প্রভাবশালী নেতারা আমার কর্মীসমর্থকদের ফোনে হুমকি দিচ্ছে।এটা একটা সুষ্ঠ ভোটের পরিবেশকে বিঘ্নিত করছে।

লালমনিরহাটের উন্নয়নের প্রধান অন্তরায় মাদক ও তিস্তা-ধরলার বন্যা-নদী ভাঙন নিয়ে কি করার ইচ্ছে- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, লালমনিরহাটের একটা চিহ্নিত গোষ্ঠী মাদকের জালে যুবসমাজকে ধ্বংস করছে, সেই মাদকের সাম্রাজ্র গুড়িয়ে দেয়ার প্রচেষ্টা চালাবো; সেইসাথে লালমনিরহাট জেলাকে দেশের প্রথম মাদকমুক্ত জেলা হিসেবে ঘোষণা করা। আর তিন দিক দিয়ে নদী বেষ্টিত লালমনিরহাটের মানুষকে বাঁচাতে বাঁধ নির্মাণে জোড় প্রচেষ্টা চালাবো।

প্রচার প্রচারণায় জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন দাবী করে তিনি আরও বলেন, সরকার দলীয় লোকজন দ্বারা যারা মসমলা-হামলার শিকার, দলমত নির্বিশেষে সবার হয়রানি মূলক মামলাগুলো প্রত্যাহারে উদ্যোগ গ্রহণ করবো।

এ সময় জেলা জাতীয় পার্টির সহসভাপতি আব্দুস সালাম মন্জু, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনছার আলীসহ অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাঁর সাথে ছিলেন।

এমএস/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,