For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

ঝিনাইদহ পৌরসভার নির্বার্হী প্রকৌশলীর অফিস কক্ষ ভাংচুর

Published : Thursday, 28 December, 2023 at 8:52 PM Count : 251



টাকার দাবী না মেটানোয় ঝিনাইদহ পৌরসভার নির্বার্হী প্রকৌশলী মোঃ কামাল উদ্দিনের অফিস কক্ষ ভাংচুর করা হয়েছে। এসময় অফিসের ফাইলপত্র তচনচ ও গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিড়ে নষ্ট করা হয়।
সরকারি রাস্তার সীমানা নির্ধারণে বাঁধা দিয়ে টাকার দাবীতে এই তান্ডব চালায় তুষার পারভেজ নামের জনৈক ব্যক্তি।
বৃহস্পতিবার বিকালে প্রেস ব্রিফিং করে এসব তথ্য জানান ঝিনাইদহ পৌর মেয়র মোঃ নাসের শাহরিয়ার জাহেদী হিজল।

তিনি জানান, গত ১৮ডিসেম্বর সকালে পৌরসভার পৌর সার্ভেয়ার মোঃ শরিফুল ইসলাম ও চেইনম্যান মোঃ সাগর হোসেন ০৩ নং ওয়ার্ড এর কাউন্সিলর আলাউদ্দিন জোয়ার্দার (লাড্ডু) এর সাথে শিকারপুর  গ্রামে সরকারি রাস্তার সীমানা নির্ধারণ করার জন্য যাওয়ার পথে কালিকাপুর বটতলা স্থানে গেলে তুষার পারভেজ তাদের গতিরোধ করে চড়াও হয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ সহ খুন কারার হুমকি প্রদান এবং শারীরিকভাবে তাদের আঘাত করে আহত করে। এরই প্রেক্ষিতে তার সহযোগী ৩/৪ জনের বিরুদ্ধে ঝিনাইদহ থানায় এজাহার দায়ের করা হয়। এরপর ২৪ ডিসেম্বর আদালত থেক জামিন হয়ে ঐদিনই বিকালে তুষার নির্বাহী প্রকৌশলী মোঃ কামাল উদ্দিনের কক্ষে প্রবেশ করে এবং উচ্চ স্বরে অকথ্য ভাষায় গালিগালাজ করে ও নির্বাহী কর্মকর্তা কোথায় জানতে চায় এবং পৌর নির্বাহী কর্মকর্তাকে মেরে ফেলার হুমকি দেয়। তারপর নির্বাহী প্রকৌশলীর কাছে মোটা অঙ্কের টাকা দাবি করে। 

‘নির্বাহী প্রকৌশলী টাকা দিতে অসম্মতি জানায়। এসময় তুষার পারভেজ তার কোমরে রক্ষিত ধারালো চাইনিজ কুড়াল বের করে নির্বাহী প্রকৌশলী ও কক্ষে থাকা অফিস স্টাফ মোঃ আব্দুর রহমান (রিপন) সহকারী কর নির্ধারকদের মাথায় কোপ মারতে চেষ্টা করে।’

আত্মরক্ষারর্থে নির্বাহী প্রকৌশলী ও মোঃ আব্দুর রহমান (রিপন) চেয়ার তুলে মাথার উপর মারা কোপ ঠেকায় এবং কক্ষ হতে দ্রুত দৌড়ে বের হয়ে পার্শ্ববর্তী কক্ষে প্রবেশ করে আত্মরক্ষার্থে দরজা বন্ধ করে দেয়। এই সুযোগে আসামী তুষার ও তার সহযোগীরা আসবাবপত্র ভাঙচুর, কম্পিউটার সেট, চেয়ার, টেবিল, প্রিন্টার ও গ্লাস ভেঙ্গে রেখে যায় বলে জানান তিনি।
 
‘এসময় তারা রক্ষিত অতিব গুরুত্বপূর্ণ কাগজপত্র তচনচ করে ছিড়ে ফেলে রেখে যায়। তারা নির্বাহী প্রকৌশলীর টেবিলের ড্রয়ারে থাকা নগদ ৫৬ হাজার ৫শত টাকা লুট করেনিয়ে যায়।  আমার নামে অকথ্য ভাষায় গালিগালাজ করতে করতে পৌরসভা ভবন ত্যাগ করে।’

এ কারনে আমরা শংকিত ও আতংকিত বলেও জানান তিনি।

ঝিনাইদহ পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ মুস্তাক আহমেদ জানান, এ বিষয়ে ঝিনাইদহ থানায় দুটি মামলা দায়ের করা হয়েছে। সরকারী ছুটি ও পৌরসভার কাজে মেয়র খুলনায় থাকায় বিষয়টি আজকে সাংবাদিকদের জানানো হলো।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহীন উদ্দিন জানান, থানায় দুটি মামলা হয়েছে। আসামী গ্রেফতারের জন্য চেষ্টা চলছে। তুষার পারভেজের নামে ১১টি মামলা রয়েছে। সে সন্ত্রাসী ও দুর্ধর্ষ বলে তিনি জানান।

জেইউআর/এসআর



« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,