For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বছরের প্রথম দিন বই উৎসব

রাজশাহীর প্রায় ৬ লাখ শিক্ষার্থী পাবে নতুন বই

Published : Thursday, 28 December, 2023 at 4:24 PM Count : 214



নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে বই তুলে দিতে রাজশাহীতে প্রস্তুতি নিচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরইমধ্যে প্রাথমিক স্তরের সব বই পৌঁছে গেছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে।

তবে নতুন শিক্ষাক্রম উপযোগী অষ্টম ও নবম শ্রেণির বই ছাপা হতে দেরি হওয়ায় ৭০ ভাগ এসে পৌঁছেছে। পহেলা জানুয়ারির আগেই সব বই পাওয়া যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
রাজশাহী জেলায় প্রথমিক স্তরের ১ হাজার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ লাখ শিক্ষার্থীর জন্য সাড়ে ১৩ লাখ বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই স্কুলগুলোতে পৌঁছেছে। জেলায় মাধ্যমিক পর্যায়ে ৭৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী প্রায় ৩ লাখ শির্ক্ষাথীর জন্য ৩০ লাখ চাহিদার বিপরীতে পাওয়া গেছে ২১ লাখ বই।

জানা গেছে, গেলো এক যুগ ধরে, নতুন বছরে, নতুন ছাপা হওয়া বইয়ের গন্ধ নিয়ে, নতুন শিক্ষাবর্ষ শুরু করে আসছে শিক্ষার্থীরা। তবে নির্বাচনী ডামাডোল ও হরতাল-অবরোধে বই উৎসব হবে কী না তা নিয়ে শংকা থাকলেও সবকিছু ছাপিয়ে বছরের প্রথম দিনেই হচ্ছে বই উৎসব। সেই আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

মহানগরীর অগ্রণী স্কুল ও মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক বলেন, অষ্টম শ্রেণির বই আসেনি। নবম শ্রেণির ছয়টা বই এসেছে। এছাড়া প্রাথমিক বিদ্যালয় ও অন্য ক্লাসের বই এসেছে।

শিক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, কেন্দ্র থেকে মাধ্যমিকের বই আসা অব্যাহত রয়েছে। শিক্ষাক্রম পরিবর্তনের জন্য বই ছাপা হতে দেরি হলেও উৎসবের আগে বই বুঝে পাবে প্রতিষ্ঠানগুলো।

রাজশাহী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, নবম শ্রেণির বই কোনো উপজেলা পেয়েছে, আবার কোনো কোনো উপজেলা এখনও পায়নি। এছাড়া জেলার মোহনপুর উপজেলায় অষ্টম শ্রেণির বই এসেছে। তবে আমরা উপর থেকে তথ্য পেয়েছি, জানুয়ারি মাসের এক তারিখে বই পেয়ে যাবো।

এফএ/এসআর


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,