For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

কামড় দিয়ে আঙ্গুল কেটে নিয়ে নামাজে যান তিনি

Published : Tuesday, 26 December, 2023 at 5:13 PM Count : 630


দিনাজপুরের পার্বতীপুরে মোটর সাইকেল রাখাকে কেন্দ্রে কামড় দিয়ে জাকারিয়া নামে খনির এক কর্মকর্তার আঙ্গুল কেটে নেয়ার ঘটনা ঘটেছে। সম্প্রতি মধ্যপাড়া পাথর খনিতে এ ঘটনা ঘটে। বর্তমানে হামলার শিকার ওই ব্যক্তি ঢাকায় চিকিৎসাধীন। হামলার শিকার ও হামলাকারী দুজনই মধ্যপাড়া পাথরখনিতে কর্মরত। 

জানা গেছে, গেল ১০ ডিসেম্বর রাত ৭টার দিকে মধ্যপাড়া পাথর খনির আবাসিক এলাকার পলাশ ভবনের সামনে বাইক রাখাকে কেন্দ্র করে ব্যবস্থাপক (এসইও এন্ড এম) সহিদুল ইসলামের সাথে ব্যবস্থাপক (ভান্ডার) মো: জাকারিয়ার বাক বিতন্ডা হয়। এসময় সহিদুল ইসলাম ধাক্কা দিলে পড়ে যান জাকারিয়া। পরে হাতাহাতির এক পর্যায়ে অভিযুক্ত সহিদুল ইসলাম জাকারিয়ার ডান হাতের শাহাদাত আঙ্গুলে কামড়ে ধরলে তা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। এ ঘটনায় ভূক্তভোগী জাকারিয়ার আবেদনের প্রেক্ষিতে খনি কর্তৃপক্ষ উপ-মহাব্যাবস্থাপক (ইউজিএমপি) মোহাম্মদ আতিকুর রহমানকে আবহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করলেও সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের বিষয়টি গোপন রাখতে বলা হয়।
ভূক্তভোগী মো: জাকারিয়া জানান, সেদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এটি হয়েছে। সহিদুল ইসলাম নিচে নামার সময় বাইক রাখাকে কেন্দ্র করে আমার ওপর চড়াও হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি হামলা শুরু করলে আমি পড়ে যাই। উঠে তাকে অনুরোধ করি ভূল হয়েছে আপনি নামাজ শেষ করে আসেন পরে কথা হবে এ বিষয়ে। তিনি উল্টো এলোপাতারি আমাকে মারতে থাকেন। নিজেকে বাঁচাতে হাত এগিয়ে দিলে কামড় দিয়ে আঙ্গুল বিচ্ছিন্ন করে দেয়। 

এসময় আমার আঙ্গুল তার মুখের মধ্যে আটকে যায়। পরে মুখ থেকে ফেলে দিয়ে তিনি এশার নামাজে যান। বর্তমানে আমি ঢাকায় চিকিৎসাধীন। চিকিৎসকরা বোর্ড মিটিং করেছেন। তারা জানান মানুষের মুখের জীবানু মারাত্মক ক্ষতিকর। তাই এখন পর্যন্ত কোন সিদ্ধান্তে উপনিত হতে পারেননি তারা। 

আজ আবারও বোর্ড মিটিং করে অপারেশনের সময় জানাবেন বলে উল্লেখ করেন তিনি। এ ঘটনায় আমি বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় অভিযোগ দায়ের করেছি। সুবিচারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

তদন্ত কমিটির আবহবায়ক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, ২১ ডিসেম্বর তাকে আহবায়ক করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। পাঁচ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত প্রক্রিয়াধীন তবে প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পেয়েছেন বলেও জানান তিনি। 

পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ চিত্ত রঞ্জন রায় জানান, অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। আসামীকে ধরতে কাজ করছে পুলিশ।

এ বিষয়ে অভিযুক্ত ব্যবস্থাপক (এসইও এন্ড এম) সহিদুল ইসলামের বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে বন্ধ থাকায় তার মতামত জানা সম্ভব হয়নি। 

এ বিষয়ে খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামানের সাথে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।




এএএম/এমবি


« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,