For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

আঞ্জুমান আরা বেগমের কুলখানি অনুষ্ঠিত

Published : Saturday, 23 December, 2023 at 9:21 PM Count : 169

বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়ার সহধর্মিণী আঞ্জুমান আরা বেগমের (৬৩) কুলখানি অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) কুমিল্লায় ও শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকায় তার আত্মার মাগফিরাত কামনায় সকাল থেকে বিকেল পর্যন্ত কোরআন খতম, দোয়া, মিলাদ, কবর জিয়ারত ও তবারক বিতরণ অনুষ্ঠিত হয়।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৩টার দিকে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

কুমিল্লা শহরের বিষ্ণুপুর মৌলভীপাড়া পোকশা বাবার মাজার প্রাঙ্গণ মসজিদে তার নাজাজের জানাজা অনুষ্ঠিত হয়। তারপর তার স্বামীর কবরের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
তার মৃত্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা সাংবাদিক ইউনিয়ন, ঢাকা কালচারাল রিপোর্টার্স ইউনিটি, হাতিরঝিল সাংবাদিক ফোরাম, বিএমএসএফ, ফেনী সাংবাদিক ইউনিটি, পিরোজপুর রিপোর্টার্স ইউনিটি, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গভীর শোক জানিয়েছে।

তিনি সাংবাদিক সাজ্জাদ হোসেন চিশতী, সিডনি ইউনিভার্সিটির পরিচালক, নটরডেম ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক সামী হোসেন চিশতী ও সরকারি কর্মকর্তা মেহজাবীন আক্তার ডায়নার মা ছিলেন।

প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা আবু তাহের ভূঁইয়া ফেনী জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি, ফেনী কলেজের সাবেক ভিপি, ফেনী জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি, ফেনী জেলা জাসদের (ইনুর) সাবেক সভাপতি ও ফেনীতে স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলনকারী।

এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,