For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

১০ বছরের উন্নয়নে পাল্টে গেছে বেগমগঞ্জের চিত্র

Published : Saturday, 23 December, 2023 at 5:50 PM Count : 321



বিগত ১০ বছরের উন্নয়নে পাল্টে গেছে দেশের বৃহত উপজেলা নোয়াখালীর বেগমগঞ্জের চিত্র। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ বিভাগসহ সামাজিক অবকাঠামোর অভূতপূর্ব উন্নয়নে উপজেলায় নবদিগন্তের সুচিত হয়েছে।

দেশের বৃহত উপজেলা নোয়াখালীর বেগমগঞ্জ একটি পৌরসভা ও ১৬টি ইউনিয়ন নিয়ে গঠিত। বর্তমান আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত ১০ বছরে উপজেলায় ব্যাপক উন্নয়ন হয়েছে। বিশেষ করে সড়ক, পোল কালবার্ট, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমিহীনদের ঘর, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, বীর নিবাস, মডেল মসজিদ, সাইক্লোন সেল্টার, নিরাপদ পানি সরবরাহ প্রকল্প, ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ, খাল খননসহ সামাজিক অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। 
পাশাপাশি বিপুল অংকের টাকার কাজ চলমান রয়েছে। দীর্ঘদিনের প্রতিক্ষিত জাতীর শ্রেষ্ঠ সন্তানদের বীর নিবাস উপহার দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান মুক্তিযোদ্ধার সন্তানরা।

বীর নিবাস উপহার পাওয়া একলাশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধার সন্তান নিজামুল হক জানান, আমরা কখনো স্বপ্নেও ভাবিনি এমন একটা ঘর পারো। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখন শান্তিতে অন্তত ঘুমাতে পারছি। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। একই কথা জানান কুতুবপুর ইউনিয়নের অরেক মুক্তিযোদ্ধার সন্তান তুষার।

উপজেলার রসুলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম সেলিম জানান, বিগত ১০ বছরে রসুলপুর ইউনিয়নে প্রায় ৮০ ভাগ সড়ক, পোল, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। অনেক কাজ চলমান রয়েছে।

মীরওয়ারিশপুর ইউনিয়নের বাসিন্ধা হাসেম ভূঁইয়া জানান, আমাদের ইউনিয়নে বিগত ১০ বছরে যা উন্নয়ন হয়েছে তা গত ৩০ বছরেও হয়নি। আমরা চাই উন্নয়নের এই ধারা অব্যাহত থাকুক। বেগমগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির জানান, উপজেলায় শিক্ষা ও সংস্কৃতিক ক্ষেত্রে অনেক উন্নত হয়েছে। অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নতুন ভবন হয়েছে। এখানকার ছাত্রছাত্রীরা মনোরম পরিবেশে পড়া করতে পারছে।

বেগমগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমেদ উল্যাহ সবুজ বলেন, বিগত ১০ বছরে উপজেলায় সামাজিক অবকাঠামো খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে এবং অনেক উন্নয়ন কাজ চলমান রয়েছে, যা অচিরেই সম্পন্ন হবে।

উপজেলা প্রকৌশলী হাফিজুল হক জানান, বিগত ১০ বছরে ‍উপজেলায় যোগাযোগ ব্যাবস্থার অনেক উন্নয়ন হয়েছে। অধিকাংশ কাচা সড়ক পাকা হয়েছে, অনেক কাজ চলমান রয়েছে।

বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর হোসেন মাসুদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মামুনুর রশিদ কিরণ এমপির হাত ধরে বেগমগঞ্জে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে।

 নোয়াখালী-৩(বেগমগঞ্জ) আসনের সংসদ সদস্য ও কৃষি মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মামুনুর রশিদ কিরণ বলেন, একটি মহল সরকারের উন্নয়নে হতাশ হয়ে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলের সহযোগীতা কামনা করেন।

এমআর/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,