For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

বরিশালে যথাযোগ্য মর্যদায় মহান বিজয় দিবস পালন

Published : Saturday, 16 December, 2023 at 5:39 PM Count : 200


বরিশালে মহান বিজয় দিবস উপলক্ষে পাণিসম্পদ প্রতিমন্ত্রী,বিসিসি মেয়র, পৃথকভাবে দুটিস্থানে মহানগর ও জেলা আওয়ামী লীগ, মহানগর ও জেলা বিএনপিসহ বিভিন্ন অঙ্গ সংগঠন,বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন,ও পুলিশ প্রশাসন গভীর শ্রদ্ধার সাথে মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্ভে পূস্পার্ঘ অর্পণের মাধ্যমে দিবসটি পালন করেছেন। 

শনিবার সকালে সূর্যদয়েরর সাথে সাথে নগরীর পুলিশ লাইনে ২১বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের কার্যক্রম শুরু করা হয়।

পরে প্রথমে জেলা প্রশাসক দপ্তর সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃর্তি নামফলক স্তম্বে মুক্তিযোদ্ধা সংসদ, বিভাগীয় কমিশনার,ডি.আই.জি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার,বরিশাল জেলা পুলিশ সুপার,বরিশাল জেলা প্রশাসন, শহীদ বেদী ও শ্রদ্ধা নিবেদন করে।
বেলা বাড়ার সাথে সাথে নগরী বিভিন্ন রাজনৈতিক সংগঠন,সামাজিক সংগঠন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বৃন্দ এবং বিভিন্ন বে-সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা, এবং বিভিন্ন সরকারী দপ্তরের প্রধানরা শ্রদ্ধা নিবেদন করেন।

সকাল দশটায় মুক্তিযোদ্ধা স্মৃর্তি নাম ফলকস্তম্বে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশ সরকারের পাণি সম্পদ প্রতিমন্ত্রী ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর পাঁচ আসনের নৌকার মনোনিত প্রার্থী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম। এসময় আরো উপস্থিত ছিলেন বিসিসি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত।

এরপর পরই বরিশাল সিটি মেয়র আবুল খায়ের খোকন সেরনিয়াবাত নগরীর বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর সহ বিসিসির বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে নগর ভবনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করে।

পরবর্তী সময়ে পাণিসম্পদ প্রতিমন্ত্রী ও বিসিসি মেয়র জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অংশ  সহ মহানগর যুবলীগ দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন শ্রদ্ধানিবেদন করে।

অপরদিকে পৃথকভাবে বরিশাল মহানগর আওয়ামী লীগ কমিটি নেতৃবৃন্দ ও জেলা আওয়ামী লীগের অপর অংশ নগরীর সোহেল চত্বরস্থ দলীয় কার্যলয়ের সম্মুখে বঙ্গবন্ধু ও শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃর্তিতে শ্রদ্ধা জানান নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ। 

পরে  আরো শ্রদ্ধা নিবেদন করেন বরিশাল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড,একে এম জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারী।

পরবর্তীতে শ্রদ্ধা জানান সদর উপজেলা চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু সহ পরিষদ সদস্য বৃন্দ। পরবর্তীতে প্রর্যায়েক্রমে মহানগর ও জেলা আওয়ামী লীগের বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠন জেলা ও মহানগর  শ্রমিকলীগ, কৃষকলীগ,যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ। 

বেলা সাড়ে ১১টায় পাণিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারক শামীম ও বিসিসি মেয় খোন সেরনিয়াবাতের অনুসারী জেলা ও মহানগর আওয়ামী জেলা ও মহানগর আওয়ামী লীগ, কাউন্সিলর বৃন্দ  সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের সমন্বয়ে এক বিজয় র‌্যালি সার্কিট হাউজ প্রাঙ্গন  থেকে বেড় হয় র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে  পুনরায় মেয়রের অস্থায়ী দলীয় কার্যলয়ে গিয়ে শেষ হয়।

বেলা  ১১টায়  সাবেক সংসদ সদস্য ও সাবেক বরিশাল উত্তর জেলা সভাপতি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় আইনজীবী ফোরামের সহ সভাপতি এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরী আলালের নেতৃত্বে জেলা ও মহানগর বিভিন্ন প্রর্যায়ের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করে।

পরবর্তী সময়ে বরিশাল মহানগর বিএনপি,এবং বরিশাল দক্ষিন জেলা বিএনপি সহ উত্তর জেলা বিএনপি পৃথকভাবে সদররোডস্থ বিএনপি দলীয় কার্যলয় থেকে  এক র‌্যালিসহকারে গিয়ে মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলহাজ্ব কেএম শহিদুল্লাহ,মাকসুদুর রহমান মাকসুদ সহ মহানগর বিএনপির বিভিন্ন সদস্য ও  মহানগর শ্রমিকদল,মহিলাদল,যুবদল ও ছাত্রদল বিভিন্ন সংগঠন শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুলের শ্রদ্ধা নিবেদন করে।

এসময় বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক আবুল হোসেন খান,সদস্য সচিব এ্যাড. আবুল কালাম শাহিন সহ কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনোকুল ইসলাম টিপু,কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমত উল্লাহ সহ বিভিন্ন নেতৃবৃন্দ সদররোডস্থ দলীয় কার্যলয় থেকে এক র‌্যালি সহকারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করে।

এখানে আরো শ্রদ্ধা নিবেদন করে বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক দেওয়ান মোহাম্মদ শহিদুল্লাহ, সদস্য সচিব মিজানুর রহমান,সিনিয়র যুগ্ম আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম লাবু সহ  দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

এছাড়া সকাল সাড়ে ৮টায় মহান বিজয় দিবস উপলক্ষে জেলা প্রশাসনের  আয়োজনে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয় শারিরিক কুচকাওয়াজ এখানে পুলিশ,ব্যাটালিয়ান আনসার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ্র গ্রহন করে।এছাড়া আরো শ্রদ্ধা নিবেদন করে শহীদ আব্দুর সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাব, বরিশাল রিপোর্টার্স ইউনিটি, বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাব সহ বিভিন্ন স্বোচ্ছাসেবি উন্নয়ন সংগঠন।


এমএন/এমবি

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,