For English Version
রবিবার ৬ অক্টোবর ২০২৪
হোম

গাজীপুর-৫ আসনে বাবার উত্তরসূরি চুমকি

Published : Saturday, 2 December, 2023 at 5:02 PM Count : 326

গাজীপুর ৫টি সংসদীয় আসন রয়েছে। আর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারও গাজীপুর-৫ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন বর্তমান সংসদ সদস্য মেহের আফরোজ চুমকি। 

গাজীপুর-৫ আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়া চুমকির বাবা ওই আসনের সাবেক এমপি এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পর্যায়ের রাজনীতিবিদ। তিনি প্রয়াত হওয়ার পর যোগ্য উত্তরসূরি হিসেবে তাঁর কন্যা হয়েছেন নৌকার মাঝি।
 
অতীতেও মেহের আফরোজ চুমকি গাজীপুর-৫ সংসদীয় আসনে পর পর তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। একবার তিনি সংরক্ষিত নারী আসনেও হয়েছেন সংসদ সদস্য।  
 
এটি জাতীয় সংসদের ১৯৮ নম্বর আসন। কালীগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন একটি পৌরসভা ও গাজীপুর সদর উপজেলার ১টি ইউনিয়ন (বাড়িয়া) ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৩টি ওয়ার্ড নিয়ে গাজীপুর-৫ আসন গঠিত। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহবায়ক শহীদ ময়েজ উদ্দিনের কন্যা মেহের আফরোজ চুমকির হাতে এবারও নৌকার বৈঠা হাতে তুলে দিয়েছেন আ’লীগ। 

বাবার পরিচয়ে রাজনীতিতে এলেও তিনি রাজনীতির মাঠে আ’লীগের বিশ্বস্ত নেতৃত্ব প্রতিষ্ঠা করেছেন। তিনি কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি। ১৯৯৬ সালে তিনি সংরক্ষিত নারী আসনে প্রথমবারের মতো সংসদে যান। পরে ২০০৯, ২০১৪ এবং ২০১৮ সালে এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন দুই মেয়াদে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশ আ’লীগের কাছে দলীয় মনোনয়ন চান। দল তাকে মনোনয়ন দেন। তবে এ আসনে দল থেকে মনোনয়ন চেয়ে বঞ্চিত হন ডাকসুর সাবেক ভিপি, সাবেক সংসদ সদস্য ও গাজীপুর জেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান আখতারউজ্জামান। স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি মনোনয়ন জমা দিয়েছেন। সে হিসেবে ময়েজউদ্দিন কন্যার সাথে তিনি নৌকার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
 
মনোনয়ন পাওয়ার পর নিজের প্রতিক্রিয়ায় মেহের আফরোজ চুমকি বলেন, বাবার দেখানো পথেই রাজনীতির মাঠে বিচরণ করে চলছি। আমৃত্যু আওয়ামী লীগের আদর্শ ধারণ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গঠনে নারীদের এগিয়ে আসতে হবে সবার আগে। সবাইকে ঐক্যবদ্ধ করে আমরা এগিয়ে যাব।
 
এ আসনে আ’লীগ প্রার্থী মেহের আফরোজ চুমকি ও স্বতন্ত্র প্রার্থী আখতারউজ্জামানসহ মনোনয়ন জমা দিয়েছেন মোট ৯ জন। অন্য প্রার্থীরা হলেন জাতীয় পার্টির এম. এম নিয়াজ উদ্দিন, জাকের পার্টির এ এস এম মনিরুজ্জামান, গণফোরামের মো. সোহেল মিয়া, জাতীয় সমাজত্রান্ত্রিক দলের (জাসদ) মোহাম্মদ তরিকুল ইসলাম আকন্দ, বাংলাদেশ সুপ্রিম পাটির উর্মি (তৃতীয় লিঙ্গ), ইসলামী ফ্রন্টের মো. আল-আমিন দেওয়ান ও স্বতন্ত্রের মোহাম্মদ আমজাদ হোসেন।
গাজীপুর-৫ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩৩ হাজার ৬১৫ জন। কেন্দ্র সংখ্যা ১২৪টি, বুথ সংখ্যা ৬৯৫টি। এখানে পুরুষ ভোটার ১ লাখ ৬৯ হাজার ৭২ জন, নারী ভোটার সংখ্যা হলো ১ লাখ ৬৪ হাজার ৫৩৯ জন ও হিজড়া ভোটার ২ জন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত চলবে। ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

আরএস/এসআর

« PreviousNext »



সর্বশেষ সংবাদ
সর্বাধিক পঠিত
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000. Phone : PABX- 0241053001-08; Online: 41053014; Advertisemnet: 41053012
E-mail: info$dailyobserverbd.com, mailobserverbd$gmail.com, news$dailyobserverbd.com, advertisement$dailyobserverbd.com,