ময়মনসিংহে ৭৭০০ কৃষককে বিনামূল্যে সার-বীজ প্রদান
Published : Monday, 27 November, 2023 at 5:11 PM Count : 276
রবি মৌসুমে বোরো আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৭৭০০ জন কৃষককে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ প্রদান করা হয়।
সোমবার দুপুরে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন অতিথি থেকে কৃষকদের মাঝে সার-বীজ বিতরণ করেন।
প্রণোদনায় ৭৭০০ কৃষকের মধ্যে ৪২০০ কৃষককের প্রত্যেককে উচ্চ ফলনশীল ৫কেজি ধানবীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেয়া হয়।
এছাড়াও ৩৫০০ কৃষকের প্রত্যেককে হাইব্রিড দুই কেজি করে ধানবীজ দেয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান, উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার রাকিবুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, সংসদ সদস্যের কৃষি কমিটির প্রতিনিধি শফিকুল ইসলাম মিন্টু, উপসহকারি অফিসার শরীফুল ইসলাম প্রমুখ।
এসআই/এমবি